Ameen Qudir

Published:
2019-01-06 07:18:13 BdST

পৈশাচিকতাপারুল, পূর্ণিমা, ছবি রাণী, কনিকারা সবাই সুবিচার চায়:জঞ্জাল পরিষ্কারের সময় এখনই


প্রতিকী ছবি


ডা. আশীষ কুমার দাস
______________________________


পুর্ণিমা রানী শীল, ছবি রাণী, কনিকা রানী সহ ভোলার চরফ্যাশন ও বাগেরহাট জেলার ঠাকুরবাড়িতে একইসাথে ২৩ জনের সম্ভ্রমহানী করা হয়। মনে আছে? "বাবারা, আমার মেয়েটা ছোট তোমরা একজন একজন করে এসো, মরে যাবে।" মনে আছে? ছবি রানীকে প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে ধরে বস্ত্রহীন অবস্থায় এক নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্লাবঘরে নিয়ে ১৭ জন পৈশাচিক এক আনন্দে মেতেছিলো। পরে তার যৌনাংগে বালু, মরিচে ও কাচের গুরো ঢুকিয়ে দেয়া হয়। ততকালীন বিরোধী দলীয় নেত্রী চিকিতসার ব্যবস্থা করেন সেসময়। ২০০১ সালের নির্বাচন পরবর্তী ঘটনা, একটানা দুই মাস ধরে চলেছিল এই দুর্যোগ (ও ২০০২ সালের আগষ্ট মাসে); আরো অনেকেরই সম্ভ্রমহানী করা হয় (যারা কখোনোই বিভিন্ন কারণে মিডিয়াতে মুখ খোলেননি, অনেকেই দেশত্যাগী হয়েছেন), বেশ কিছু হত্যাকান্ডও ঘটে সেসময়। ঘটনার নয় বছর পরে তদন্ত শুরু হয়।

আঠারো বছর পরে আবার সেই একই ঘটনার অবতারণা। এবার দুর্বৃত্ত অন্য দলের, সরকারী দলের (অবশ্য, সেবারও সরকারী দলেরই ছিল)। কিন্তু, পৈশাচিকতার ধরণ বদলায় নি। কি নির্মম অত্যাচার করা হয়েছে এক মায়ের উপরে। এ লজ্জা আমাদের সকলের।

এইসব জানোয়ার কোন গণতান্ত্রিক দলের অংশ হতে পারে না। এরা শুধুই ক্রিমিন্যাল। এদের জায়গা, সমাজে নয়। জঞ্জাল পরিষ্কারের সময় এখোনোই। দলকে আর কলংকিত হতে দেবেন না, দয়া করে। এদের জেলে পাঠাবেন না, কারণ তারা ক্রিমিন্যাল হয়ে সেখানে ঢুকবে ঠিকই, কিন্তু বের হবে বিশাল বিপ্লবী নেতা হিসেবে।


_______________________

ডা. আশীষ কুমার দাস

পেশা: চিকিতসক । ২০০৪ সালে রংপুর মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস । আন্তর্জাতিক মেডিক্যাল সংস্থায় কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এবং সিএমসি, ভেলোর এর যৌথ মাস্টার্স (ফ্যামিলি মেডিসিন) প্রোগ্রামের শিক্ষার্থী

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়