Ameen Qudir

Published:
2019-01-04 00:13:24 BdST

জীবনের জন্যএই সোনামুখ ডাগর চোখের টগবগে ছেলেটার নাকি ক্যান্সার হয়েছে


 

 

 

নাসিফ জুনাইদ
_______________________

ছবি'র তিন কি চার বছর বয়সী ছেলেটার সাথে আমার পরিচয় বছর দশেক আগে, আমাদের গ্রামের বাড়িতে।আমার ফুফাতো ভাইয়ের ছেলে ।
গত বছর JSC পরীক্ষা দিয়ে প্রথমবারের মত বেড়াতে এসেছে ঢাকায় ।ছোট্ট চঞ্চল ছটফটে শিশুটি তখন দুরন্ত কিশোর ।
সময় দিতে না পারায় পাবলিক লাইব্রেরি'র শিশু শাখা'র পথ চিনিয়ে দেই।
ক'দিন বেড়িয়ে বাড়ি চলে যায় রাকিব।
কিছুদিন পরে খবর পেলাম রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, দেখতে গেলাম।
এই সোনামুখ ডাগর চোখের টগবগে ছেলেটার নাকি ক্যান্সার হয়েছে।
ডাক্তারি ভাষায় 'ewing's sarcoma'।


মায়ের মন মানেনি- স্বামী'র অফিস থেকে লোন, বাবার বাড়ি, কাছের মানুষদের থেকে কর্য - সব মিলিয়ে লাখ তিনেক টাকা যোগাড় করে কলকাতার ঠাকুরপুকুর হাসপাতালে( সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট) পৌঁছায় রাকিবের মা( খাদিজা বেগম )।
একটাই আশা, ডাক্তার বলবেন ' .. না আপনার ছেলের কিছু হয়নি!'

শেষ খবর হলো রাকিবের কেমোথেরাপি চলছে এবং স্বল্প আয়ের এই পরিবারটি বেশ বুঝতে পারছে তাদের একার পক্ষে এই দীর্ঘ মেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব ।
ওদিকে পাঁচটি কেমোথেরাপি দেয়ার পর ছোট মানুষটিকে নিয়ে ডাক্তাররাও বেশ আশাবাদী ।
ঢাকা'র তুলনায় কলকাতার খরচ সমান, কোনও ক্ষেত্রে কম।
কেমোথেরাপি রেডিওথেরাপি বিভিন্ন টেস্ট- সব মিলিয়ে বার(12) লাখ টাকার একটি হিসাব দিয়েছেন ডাক্তাররা। আরও বিবিধ খরচ তো আছেই!

ছোট ছোট বালুকণা মিলেই তো মহাদেশ গড়েছে!আমার পক্ষ থেকে প্রতিমাসে একটি করে বালুকণা জমা করছি রাকিবের জন্য।
আমার এই গল্প'র উদ্দেশ্য একটাই - পাঁচ দশ পাঁচশ হাজার প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী নিরুপায় এই পরিবারটি'র পাশে দাঁড়ালে হয়তোবা একটি কৈশোর তার যৌবনের দেখা পেতেও পারে ।

 

অনুদান পাঠাতে পারবেন নিচের অ্যাকাউন্টে -

Account name: Naseef Junayeed
Account number: 1641010047377
Account type: savings account
Dutch Bangla Bank Limited
Branch: Mirpur Circle - 10

Bkash number: 01914746461

যোগাযোগ: নাসিফ জুনাইদ (01914-746461)
email: [email protected]

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়