Ameen Qudir

Published:
2019-01-02 20:46:48 BdST

জনকল্যাণী উচ্চারণজনপ্রতিনিধির সর্বপ্রথম দাবি হিসেবে মেডিকেল কলেজ চাইলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি


 

 

 

ডেস্ক
_______________________

বাংলাদেশ ক্রিকেটের মহা অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা একটি বিশ্বমানের মেডিকেল কলেজ চাইলেন নড়াইলে ।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিজয়ের পর তিনি এই জনকল্যাণী উচ্চারণ করলেন। এর আগেও চিকিৎসকদের প্রকৃত জনগনের নায়ক বলে অভিহিত করে তিনি সত্য প্রকাশের অসঙ্কোচ সাহস দেখান। তিনি জানান, স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নে কাজ করবেন । স্বাস্থ্য ও শিক্ষা তার প্রাইওরোটি। সাংসদ হিসেবে সংসদে গিয়ে সর্বপ্রথম নড়াইলবাসীর জন্য একটি মেডিকেল কলেজ চাইবেন তিনি।

নির্বাচনে জয়লাভের পর সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মাশরাফী।

 

কক্সবাজারে ভারত সরকারের সহায়তায় নির্মানাধীন বিশ্বমানের হাসপাতাল ভবন

 

মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, উন্নয়নের পথে তরুণ সমাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে পদক্ষেপ নিবো। এখানে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।

মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সকল ধরনের সহযোগিতার কথা জানিয়ে মাশরাফী বলেছেন, ‘কৃষি নির্ভর নড়াইলকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষির উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

মাশরাফী আরও বলেন, ‘জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখাবো। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের মধ্যে ভালো-মন্দ দু’টিই থাকে। একটি মানুষের মধ্যে যে ভালোটি আছে সেটি ফুটিয়ে তুলতে হবে।’

গ্রুপিংয়ে বিশ্বাস করেন না বলেও জানান মাশরাফী, ‘খেলার মাঠে যেমন পরিচ্ছন্নভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করি, রাজনীতিতেও দলমত নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা থাকবে। রাজনীতিতে আমি কোনো গ্রুপিংয়েও বিশ্বাস করি না।’

২০১৯ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোস নয় জানিয়ে মাশরাফীর সোজাসাপ্টা কথা, ‘সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবো, খেলার ব্যাপারে কোনো ছাড় নয়।’

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়