Ameen Qudir
Published:2018-12-25 08:05:01 BdST
চিকিৎসক পরিবার এক পরিবারে ১০জনই চিকিৎসক
চিকিৎসক পরিবারের তিন সদস্য
বিশেষ প্রতিবেদন
____________________________
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক নিজে যেমন একজন স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান; তেমনি তার পরিবারে রয়েছেন ১০ জন চিকিৎসক। এরা সকলেই নিজ কর্মক্ষেত্রে সফল। অধ্যক্ষ , অধ্যাপক, বিভাগ প্রধান হিসেবে অনেকেই বিভিন্ন মেডিকেল কলেজে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন । এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন ডা. শরীফুল আলম রুবেল । তার তথ্য নিয়ে এই প্রতিবেদন।
এক নজরে অধ্যক্ষ মহোদয় :
অধ্যাপক ডা. মইনুল হক স্যার ১৮ জানুয়ারি ১৯৬২ সালে গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন। মিসেস বকুল ও মো. জোবেদ আলী’র সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা সাত ভাইবোনের মাঝে পঞ্চম হলেও,তিনি মেধায় কোন অংশে কম ছিলেন না। কৃতিত্বের সাথে সিলেট পাইলট স্কুল থেকে এসএসসি এবং সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি উক্ত মেডিকেলের ১৯ তম ব্যাচের ছাত্র ছিলেন।সরকারী চাকুরীতে প্রবেশের জন্য প্রতিযোগীতামূলক বিসিএস পরীক্ষায় পাশ করে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে দীর্ঘসময় সিলেটের নানা জায়গায় কাটিয়েছেন। এরপর,মাইক্রোবায়োলজিতে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন ২০০৪ সালে লন্ডনের ‘কুইন মেরী বিশ্ববিদ্যালয়’ থেকে। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান।তিনি ‘সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট’ এর জেনারেল সেক্রেটারি, ‘বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল’ এর এক্সিকিউটিভ মেম্বার, ‘টিচার্স এসোসিয়েশন অব ওসমানী মেডিকেল কলেজ’র সম্মানিত ভাইস প্রেসিডেন্টসহ নানা গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ডা. মইনূল হক স্যারের সুযোগ্য সহধর্মিণী,সহযোগী অধ্যাপক ডা.নাসরিন আক্তার ম্যাডাম বর্তমানে একই মেডিকেলের গাইনোকলজি বিভাগের বিভাগীয় প্রধান।তিনি একই সাথে সাহিত্যপ্রেমী-সুলেখক,জনপ্রিয় শিক্ষক,মেধাবী চিকিৎসক ও নামকরা গাইনোকলজিস্ট এবং সিওমেক ২৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ।২৮ বছরের সুদীর্ঘ বিবাহিত জীবনে ঊনারা দুই কন্যা সন্তানের জনক।বড় মেয়ে ডা. মেহরিন তাসনিম সিলেটের স্বনামধন্য জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং ছোট মেয়ে তানজিম হৃতি স্কলার্সহোমে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত।
স্যারদের একান্নবর্তী পরিবারের কয়েকজন উল্লেখযোগ্য সদস্য হলেন, শিশু বিশেষজ্ঞ ডা. বদরুল হক রুকন স্যার যিনি বর্তমানে পার্কভিউ মেডিকেলে কর্মরত। উনার স্ত্রী সহযোগী অধ্যাপক ডা. লুৎফুন্নাহার চিনু ম্যাডাম ফার্মাকোলজিতে,তাঁদেরই পরিবারের সদস্য সহকারী অধ্যাপক ডা. সায়মা হক লিসা ফিজিওলজিতে, সহকারী অধ্যাপক ডা. মেহেদী আহমদ মুন্না এনস্থেসিয়লজিতে, ডা. লুবাবা হক ও ডা. এজাজ;ডা. ফারহাত বাসার,ডা. আবুল জাকারিয়াসহ অন্যান্যরা ও নিজ নিজ কর্মস্থলে সফলতার সাথে কর্মরত আছেন।
উল্লেখ্য,
সিলেট এম,এ,জি,ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল মহোদয়কে অভিনন্দন জানাতে;ফরেনসিক মেডিসিনের মাননীয় বিভাগীয় প্রধান,সহকারী অধ্যাপক ডা. মো. শামসুল ইসলাম স্যারের সাথে পুরো ফরেনসিক পরিবার একত্রিত হই প্রিন্সিপাল স্যারের রুমে ফুলেল শুভেচ্ছা জানাতে। লেকচারার,মেডিকেল অফিসার,সাবেক ও বর্তমান পোস্ট-গ্রাজুয়েট (ডিএফএম) শিক্ষার্থী,অফিস সহকারীসহ ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট প্রায় সকলেই উপস্থিত ছিলেন এই অনাড়ম্বর অনুষ্ঠানে।অন্যান্য মেডিকেল কলেজের শ্রদ্ধেয় শিক্ষক,শিক্ষার্থীসহ প্রতিনিধিরা ও আজকে এসেছিলেন প্রিন্সিপাল স্যারকে শুভেচ্ছা জানাতে।
প্রিন্সিপাল স্যারের আগামী কর্মময় দিনগুলো সুন্দর ও সাফল্যমন্ডিত হোক এবং ফরেনসিক পরিবারের প্রতি স্যারের স্নেহদৃষ্টি সবসময় অটুট থাকুক এই কামনা করি।
_______________________________
ডা. শরীফুল আলম রুবেল। সুলেখক। আলোকচিত্রী।
আপনার মতামত দিন: