Ameen Qudir

Published:
2018-12-22 22:46:53 BdST

মানবপ্রেমের অনন্য ব্যাক্তিত্ববাংলাদেশের সেরা এক অধ্যক্ষ ও লোকসেবী চিকিৎসক কবি ভাস্কর সাহার জন্য ভালবাসা


 


স্বীকৃতি সাহা
______________________

বাংলাদেশের একজন সেরা অধ্যক্ষ ও লোকসেবী চিকিৎসক কবির আজ জন্মদিন। তিনি যেমন চিকিৎসক হিসেবে সফল ; তেমনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের দুই মেয়াদের অধ্যক্ষ হিসেবে অসাধারণ প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন । সুশিক্ষা দিয়ে পেয়েছেন হাজারও শিক্ষার্থীর শ্রদ্ধা, ভালবাসা। লোকসেবায় পেয়েছেন লাখো আর্ত মানুষের ভালবাসা। রোগীরা তার কাছে পেয়েছেন পরম ভরসা । পেয়েছেন অনন্য সেবা ওপরামর্শ। সে কারণে বাংলাদেশের দক্ষিণের জেলা সহ নানা প্রান্তের মানুষের কাছে তিনি চিকিৎসক হিসেবে মানবপ্রেমের অনন্য ব্যাক্তিত্ব। হ্যা, তিনি অধ্যাপক ডা. ভাস্কর সাহা। ২২ ডিসেম্বর দিনটি তার জন্মদিন।
এই দিনে তিনি তাঁর স্বভাবসুলভ কবিত্বের ভাষায় স্বয়ং এক লেখায় বলেছেন,

 

আজ ঠিক এ মুহূর্তে উনষাটে পা দিলাম।
১৯৬০ সালের এ বিশেষ দিনটিতে মায়ের নাড়ী ছিন্ন করে গর্ভাশয়েরর বাইরে এসে পৃথিবীর আলো দেখেছিলাম। এই উনষাটের সাঁকোতে দাঁড়িয়ে ভাবছি দুর অতীত, বর্তমান এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা।
ভাবছি ভেলায় ভাসা এ কর্পুর জীবনের অর্জন ই বা কতোটুকু? কিছুটা তো হয়েছে বটেই। বিশেষজ্ঞ চিকিৎসক হয়েছি, স্ত্রী সন্তান সম্ততি পেয়েছি, নিজের পেশার সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পেরেছি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে নিজের সাধ্যরুচীমতো কিছু কাজ করতে পারছি কিন্তু তারপরেও কি বলা যাবে সুখী?
শুধু নিজেকে নিয়ে ভালো থাকাকেই কখনোই আমার কাছে সুখ বলে মনে হয়নি। অন্য সকলকে নিয়ে সুখী হওয়া সেও তো সহজ সাধ্য নয়। মানুষকে ভালো রাখার দ্বায়িত্ব রাষ্ট্রের আমরা শুধু তার সহযোগী হতে পারি।
আমাদের রাষ্ট্র ব্যবস্থা কি সাধারণের দুঃখ কষ্ট যন্ত্রনা নিয়ে ভাবে? আমাদের রাষ্ট্র, স্বাস্থ্য শিক্ষা এসব গুরুত্ত্বপূর্ণ জায়গাাগুলোতে কি যথেষ্ঠ মনোযোগ দিতে পারছে? আমরা কি বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের জন্য কিছু করতে পেরেছি বা চেষ্টা করছি?
দৃশ্যমান উন্নয়ন নিশ্চয়ই কিছু হয়েছে কিন্তু মানবিক উন্নয়ন? কেনো যেনো আমার মনে হয় সমসাময়িক সংস্কৃতির সাথে কোথায় যেনো আমাদের রুচীর ভীষণ অমিল হয়ে যাচ্ছে ঠিক যেনো পায়ে পা মেলাতে পারছি না। যারা পারছেন তারা হয়তো উৎরে যাবেন। আমার যারা পারছি না তাদের এ অসুখ নিয়েই এ পৃথিবী থেকে বিদায় নিতে হবে তবু জন্মদিন আসে আমরা হাসিমুখে দাঁড়াই, প্রদীপ জ্বালাই, আসছে দিনের জন্য শুভেচ্ছার হাতে বাড়িয়ে দেই শুভ কামনা।
ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলি হ্যাপি বার্থ ডে টু ইউ।
আমার জন্মদিনে যারা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়