Ameen Qudir

Published:
2016-12-17 16:29:24 BdST

জীবনানন্দের শহরে ইউরোপীয় নাইটিঙ্গেল


ডা. সুশীলা রায়
______________________________


মিস লুসি । সেবিকা লুসি। বাংলাদেশের নিভৃতচারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল। প্রায় ৬০ বছর ধরে আছেন এদেশে। বাংলাদেশে, দক্ষিনের সাগরসুজলা বরিশালে। কবি জীবনানন্দ দাশের শহরে কে এই সেবাদেবী।

ইউরোপের সেন্ট হেলেন শহরে মিস লুসি হল্টের জন্ম ১৯৩০ সালে। মাত্র ৩০ বছর বয়সে বরিশাল অক্সফোর্ড মিশনের হাসপাতালে আসেন সেবিকা হয়ে । কবিতার শহর বরিশালের সবুজ, নদী , জল মানুষের ভালোবাসা মুগ্ধ করে তাকে। নামেই ইউরোপীয় ; কার্যত নিখাদ বাঙালী।

লুসি জানান, বিনে পয়সায় কখনো সেলাই শেখানো, তাঁত প্রশিক্ষণ, পথ শিশুদের পাঠদান, আবার কখনো বা হাসপাতালে সেবা দিয়েছেন দেশের বিভিন্ন জেলায়। আর এসব কাজের শুরুটা বরিশাল থেকে। পর্যায়ক্রমে নওগাঁ, রাজশাহী, যশোর, ঢাকা, গোপালগঞ্জ, খুলনা হয়ে আবারো বরিশালেই। এ বাঙালি-বিদেশিনী একা থাকেন অক্সফোর্ড মিশন হোস্টেলের ছোট একটা রুমে।

বৃটিশ নাগরিক হওয়াতে ৭০ পাউন্ড বা হাজার ছয়েক টাকা পান মাসিক ভাতা হিসেবে। তাও আবার আসহায়দের মাঝে বিলিয়ে দেন । জানান অক্সফোর্ড মিশনের ম্যানেজার বেনিডিক্ট বিমল ব্যাপারী। সঞ্চয় বলতে কেবলই বাঙালীদের ভালোবাসা।

বিমল ব্যাপারী জানান, দীর্ঘ বছর ধরেই লুসিকে চেনেন তিনি। সাদাসিধে জীবনে অভ্যস্ত লুসির এদেশে রক্তের কেউ না থাকলেও আত্মীয়তা করেছেন অনেক বাঙালীর সাথেই। তার মেয়ে, মেয়ে জামাই, আদরের নাতি-নাতনি রয়েছে। যদিও এরা কেউ-ই রক্তের তো নয়ই, বিদেশীও নয়- বাঙালী ।

__________________________
লেখক
ডা. সুশীলা রায় । সেবাশীলা চিকিৎসক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়