Ameen Qudir

Published:
2018-12-19 00:16:07 BdST

নোবেল পুরস্কারের পুরো টাকায় হাসপাতাল বানাচ্ছেন নাদিয়া মুরাদ


 

 


ডেস্ক
_____________________

এরই নাম মানবতা। এরই নাম মানবপ্রেম। এরই নাম ধর্মীয় সহিংসার বিরুদ্ধে প্রতিবাদ। নোবেল পুরস্কার হিসেবে পাওয়া বিশাল পরিমান অর্থের কানাকড়িও নিজের ভোগে ব্যয় করছেন না এই নারী। বরং ব্যয়
করছেন মানবকল্যাণে।

ইসলামি জঙ্গিগোষ্ঠী আই এসের হাতে গনধর্ষিত, নির্যাতিত, যৌন দাসী হিসেবে নজিরবিহীন অত্যাচারের শিকার নাদিয়া মুরাদ জানিয়ে দিয়েছেন , তার নোবেল পুরস্কারের টাকায় তিনি মানুষের জন্য হাসপাতাল বানাবেন।
সম্প্রতি শান্তিতে নোবেলজয়ী ইরাকের নাদিয়া মুরাদ । নোবেল পুরস্কার থেকে পাওয়া ৫ লাখ ডলারের পুরোটা দিয়েই তিনি হাসপাতাল বানাবেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, তার এই হাসপাতাল হবে যৌন নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের জন্য । উত্তর ইরাকে নিজ শহর সিনজারে এ হাসপাতাল সবরকম ধর্মীয় যৌন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ।
ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের অনুসারী
নাদিয়া বলেন, ‘প্রধানত আইএস যোদ্ধাদের হাতে নির্যাতিত নারীদের চিকিৎসার সুযোগ থাকবে এ হাসপাতালে।'

২০১৪ সালে ইসলামিক জঙ্গিগোষ্ঠী (আইএস )ইরাকের উত্তরাঞ্চলীয় ছোট্ট গ্রাম কোচোতে নাদিয়া মুরাদের গ্রামে ঢুকে পড়ে। একদিন গ্রামের সবাইকে অস্ত্রের মুখে একটি স্কুলে ঢোকানো হয়। পুরুষদের আলাদা করে স্কুলের বাইরে দাঁড় করানো হয়। এর পরই মুহুর্মুহু গুলিতে নাদিয়ার ছয় ভাইসহ সব পুরুষকে হত্যা করা হয়।

পুরুষদের হত্যা করার পর আইএস জঙ্গিরা নাদিয়া ও অন্য নারীদের একটি বাসে করে মসুল শহরে নিয়ে যায়। সেখানে যৌনদাসী হিসেবে বিক্রি হন নাদিয়াও। আইএসের যৌনদাসী হিসেবে বেশ কিছুদিন থাকার পর পালিয়ে আসেন তিনি।

আইএসের কাছ থেকে পালিয়ে আসার পর নাদিয়া মুরাদ জাতিসংঘের শুভেচ্ছাদূত হন। মানবাধিকারবিষয়ক আইনজীবী আমাল ক্লুনির সঙ্গে আইএস জঙ্গিদের হাতে বন্দী ইয়াজিদি নারী ও যাঁরা পালিয়ে এসেছেন, তাঁদের নিয়ে কাজ করছেন তিনি।

যৌন সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া কঙ্গোর ডাক্তার ডেনিস মুকওয়েজ (৬৩) ও ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের নারী অধিকারকর্মী নাদিয়া মুরাদ (২৫) সোমবার নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন। নাদিয়া ও ডেনিস এ বছর যৌথভাবে শান্তি পুরস্কার পেয়েছেন।

নোবেল কমিটি বলেছে, নাদিয়া এত কষ্ট সহ্য করেও অন্যদের পক্ষে কথা বলার ক্ষেত্রে অসাধারণ সাহস দেখিয়েছেন।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়