Ameen Qudir

Published:
2018-12-16 12:42:07 BdST

১৬ই ডিসেম্বর ১৯৭১ :সেই দিনটি কেমন ছিল


১৬ ডিসেম্বর ১৯৭১, জয় বাংলা পত্রিকার টেলিগ্রাম ইস্যুর প্রথম পাতা... ছবি সংগ্রহ : চিকিৎসা বিজ্ঞানের মেধাবী সাবেক শিক্ষার্থী লেখক সাংবাদিক অমি রহমান পিয়াল

ডেস্ক
____________________

ছবি কথা বলে ।
এসব ছবি ঐতিহাসিক। বার বার দেখার মত। যত বার দেখা , ততবারই বিজয়কে দেখা।

১৬ ডিসেম্বর ১৯৭১, জয় বাংলা পত্রিকার টেলিগ্রাম ইস্যুর প্রথম পাতা...মুক্তিযুদ্ধে জয় বাংলা পত্রিকার ভূমিকা সুবিদিত। এর সংবাদকর্মীরা করেছে কলম মুক্তিযুদ্ধ।  

১৬ই ডিসেম্বর ১৯৭১; দিনটি কেমন ছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষক কাজী আহমেদ পারভেজের হৃদয় ছোঁয়া স্মৃতিচারণ
_______________________
একাত্তরের ১৬ই ডিসেম্বরে খুবই ছোট ছিলাম।
তবুও দুইটা স্মৃতি বড়ই প্রকট ভাবে গেঁথে আছে মনে...

একটি হলো, শুনে আসা "রেডিও পাকিস্তান" এর বদলে একই যন্ত্রে একই ওয়েভে হঠাৎ করে ভেসে আসা:
"রেডিও বাংলাদেশ... এখন শুনতে পাবেন একখানা দেশাত্ববোধোক গান..."
আর এই ঘোষনার সাথে সাথে শুরু হয়ে যাওয়া:
"জয় বাংলার
বাংলার জয়..." গানটি!!!

 

দ্বিতীয় স্মৃতিটি হলো:
পাকিস্তান সরকারের মুখপাত্র: "দৈনিক পাকিস্তান" পত্রিকার "পাকিস্তান" শব্দটা এভাবে কেটে দিয়ে "দৈনিক বাংলাদেশ" লেখা পত্রিকার এই প্রচ্ছদটি!!!
পুনশ্চ:
যতদূর মনেপড়ে, এই সংস্করনটি রাতেই বেরিয়েছিল "টেলিগ্রাম" হিসাবে!!!
নোট:
টেলিগ্রাম বলা হতো ব্রেকিং নিউজ প্রচারে অসময়ে প্রকাশিত পত্রিকার বিশেষ সংস্করনকে!!!
আজকাল এটা বের হতে দেখি না একেবারেই.........

সবাইকে ২০১৮-র বিজয় দিবসের শুভেচ্ছা ।

 


মুক্তি নামের মহান শর্টফিল্ম
_________________

পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রকাশ্য আত্মসমর্পণের ঘটনাটি ঘটেছিল ঢাকায়, ১৯৭১সালে। সেই পাকবাহিনীর আত্মসমর্পন নিয়ে চমৎকার একটি শর্টফিল্ম।তিনটি মাত্র চরিত্র রয়েছে এতে। জেনারেল নিয়াজী এবং জেনারেল জ্যাকবের মধ্যকার কথপোকথন অসাধারণ। এটি নির্মান করেছেন মুম্বাইয়ের পরিচালক মানু চোবে। নির্মোহভাবেই বানানো হয়েছে ফিল্মটি। মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের বাঙালিদের প্রতিও যথেষ্ট সম্মানই করা হয়েছে।

ছবিটির লিঙ্ক : https://www.facebook.com/utsukjonota/videos/687204084969369/

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়