Ameen Qudir

Published:
2016-12-16 23:13:34 BdST

দিলিপের কন্ঠে একাত্তরের স্টেন ও বারুদ


 

 

 

 

দিলিপের কন্ঠে একাত্তরের স্টেন ও বারুদ
________________________

স্টোরি ও ভিডিও : বেনাউল দা পাইপার

 

 

দিলিপ কুমার দে। একজন মানব সন্তান। একজন যোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা। দ্বিজাতি তত্ত্ব, স্বাধিকার, সংস্কৃতি, জাতীয়তাবাদ ইত্যাদি কিছুই তাঁকে মুক্তিযুদ্ধে নিয়ে যাইনি। যুদ্ধে যাবার জন্য খুব ছোট্ট একটা হিসেব ছিল দিলিপ কুমারের। হিসেবটা হল, "আমার একার জীবন দিয়ে যদি ১০ জন মানুষের জীবন বাঁচে"। এই জন্যই হয়তো আমাদের মুক্তিযুদ্ধটা ছিল সত্যিকারের জনযুদ্ধ।

 

 


৭৮ বছর বয়সী দিলিপ কুমার কান খাড়া করলে আজও স্টেনগানের ঠা ঠা শব্দ শুনতে পান। ৪৫ বছর আগের বারুদের গন্ধ আজও মাতাল করে তাঁকে। ঢাকা-রাজশাহী রোডে টাঙ্গাইলের এলেঙ্গার চায়ের দোকানে দোকানে গান গেয়ে জীবন চলে তাঁর। কোনো অভিমান, ক্ষোভ বা কষ্ট তাঁকে ছুঁতে পারেনি। সদা হাস্যময় দিলিপ কুমার মধুমাখা কণ্ঠে গেয়ে উঠেন আব্দুল জব্বার, মান্না দে কিম্বা মানবেন্দ্রের কালজয়ী কোনো গান। এখনও জীবনকে ভীষণ ভালবাসেন তিনি। আমাদের এবারের বংশীবাদক দিলিপ কুমার দে।

আজন্ম ভোগবাদী বেনাউল শুধুই রাষ্ট্র, সরকার বা প্রতিষ্ঠান কী করল, কী দিল সে হিসেব করেছি। একজন দিলিপ কুমারের পায়ের কাছে বসে তাঁর গল্প শুনে সেটি সবার সাথে শেয়ার করতে পেরে মনে হচ্ছে " আমি কেউ না, আমি কিছু না"।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়