Ameen Qudir
Published:2018-11-27 22:18:35 BdST
আমাদের সময়ের নায়ক,আমাদের বীর পুরুষ
ডা. তারিক রেজা আলী
______________________________
২৭ নভেম্বর এলে শহীদ ডা. মিলন ভাই কে মনে পড়ে খুব। এমন নয় যে সারা বছর আর মনে পড়ে না, ভুলে থাকি। তা নয়, প্রতিদিনই মনে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলের পাশ দিয়ে রোজ কতবার যেতে হয়। প্রতিবারই তাঁর কথা স্মরণে আসে তাও হয়তো নয়। তবে তিনি অবচেতন ভাবে মিশে আছেন আমাদের অস্তিত্বের সাথে। আমরা যারা স্বৈরাচারী এরশাদ বিরোধী ছাত্র-গণ আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমার ধারণা তারা কেউ শহীদ ডা. মিলন ভাইকে ভুলতে পারবে না।
নব্বই এর আন্দোলনে আমার নেতা ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। প্রত্যক্ষ ভাবে সংশ্লিষ্ট ছিলাম জনাব মোস্তফা মোহসিন মন্টুর রাজনীতির সাথে। পরবর্তীতে মন্টু ভাই আওয়ামী রাজনীতি থেকে দূরে চলে গেলেন। সুলতান ভাই গেলেন আরো পরে। আজ তাঁরা দুজনেই আমাদের থেকে অনেক দূরে। যে কথা একদিন কল্পনাতেও আনা সম্ভব ছিল না আজ তা রুঢ় বাস্তব। তাঁরা দুজনেই ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। নব্বই এর আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আমানুল্লাহ আমান নন, তাঁর নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন জনাব মাহমুদুর রহমান মান্না, যিনি কদিন আগেই ছিলেন আওয়ামী শিবিরে। কত বিচিত্র এই রাজনীতি। "মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, সকালে- বিকালে বদলায়, কারণ অকারণে বদলায়।"
এই প্রেক্ষাপটে মিলন ভাই এর আত্মাহুতি দিবসে কি প্রার্থনা করব? তাঁর শহীদ হওয়াটাই যেন ভাল হয়েছে। বেঁচে থাকলে হয়তো তিনিও ভেসে যেতেন একই রকম স্রোতে, কে জানে? ও পারে ভাল থাকবেন প্রিয় মিলন ভাই, আমাদের সময়ের সিংহ পুরুষ, আমাদের সময়ের বীর পুরুষ।
______________________________
ডা. তারিক রেজা আলী। সহযোগী অধ্যাপক, রেটিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আপনার মতামত দিন: