Ameen Qudir
Published:2018-11-25 22:36:17 BdST
শত সীমাবদ্ধতা: তারপরও সারাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে সরকারি ডাক্তাররাই
ডা. কামরুল হাসান সোহেল
___________________________
সরকারি হাসপাতালে ডাক্তার থাকেনা, সরকারি হাসপাতালে ডাক্তাররা রোগীদের সেবা দেয়না, রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা পায়না, ঔষধ পায়না, বেড পায়না, পরীক্ষা নিরীক্ষা করতে পারেনা, বিদ্যুৎ পায়না, পানি পায়না, টয়লেট নোংরা।সব কিছুর জন্য দায়ী সরকারি ডাক্তাররা! সরকারি হাসপাতালে অধিকাংশ রোগী আসে ফ্রি ঔষধের জন্য, রোগীর চিকিৎসার জন্য যে ঔষধ লাগবে তার সবগুলো কিন্তু সরকার সাপ্লাই দেয়না হাসপাতালগুলোতে। রোগীর রোগ নির্ণয় এর জন্য যে সব পরীক্ষা নিরীক্ষা দরকার হয় তার সবগুলো হয়না সরকারি হাসপাতালগুলোতে।
অনেক সময় এক্সরে মেশিন বিকল থাকে, এক্সরে মেশিন সচল থাকলে এক্সরে ফিল্ম থাকেনা, না হলে টেকনিশিয়ান থাকেনা। ইসিজি মেশিন থাকলে, টেকনিশিয়ান থাকেনা। প্যাথলজি থাকে কিন্তু টেকনিশিয়ান থাকেনা, নাহলে সব প্যাথলজি টেস্ট এর রিয়েজেন্ট থাকেনা। কোন হাসপাতালে ডাক্তার থাকে তো নার্স সংকট থাকে, ওয়ার্ডবয় সংকট, আয়া সংকট, এম এল এস এস সংকট। চিকিৎসা ব্যবস্থা একটি টিম ওয়ার্ক।
সরকারি হাসপাতালগুলোতে ব্যবস্থাপনায় দুর্বলতা থাকার কারণে সবমসময়ইই কিছু না কিছু সংকট থাকে। তবে ডাক্তাররা এত এত সীমাবদ্ধতা সত্ত্বেও সারা দেশে দিন রাত গরীব, দু:স্থ রোগীদের সেবা দিয়ে যাচ্ছে, ব্যতিক্রম অবশ্যই আছে। ৪৫৮ টি উপজেলা সহ সারা দেশের আপামর জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে কিন্তু সরকারি ডাক্তাররাই।
পরিসংখ্যান অনুযায়ী, মোট সেবা গ্রহীতার ৭০% ই সেবা নিচ্ছে সরকারি উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, সদর হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে। বাকি ৩০% সেবা নিচ্ছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে। সরকার প্রধান হিসবে শেখ হাসিনা স্বাস্থ্য খাতে অবদানের জন্য জাতিসংঘ সহ নানা প্রতিষ্ঠান থেকে যে সব পুরষ্কার পেয়েছেন তার পিছনে কিন্তু সরকারি ডাক্তার তথা সরকারি প্রতিষ্ঠানগুলোরই অবদান আছে।প্লিজ, আপনারা আপনাদের দৃষ্টিভংগি বদলান, শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করুন, একটু প্রশংসা ও করুন। যদিও আপনাদের সমালোচনা বা প্রশংসার জন্য সেবা দেয়া থেমে থাকবেনা।
__________________________
ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন: