Ameen Qudir
Published:2018-11-22 22:26:18 BdST
বিবেকের আদালতে এক চিকিৎসক পরিচালকের জবানবন্দি
ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
_________________________
আমি বলি না আমি সব করেছি।আজ তিন বছর এক মাস কত মানসিক যন্ত্রনা,কত বিরোধিতা, অপমান, সহ্য করেছি আমি জানি।কত নির্ঘুম রাত কাটিয়েছি। শুধু ইন্টার্ন আর মিড লেভেল ডাক্তারদের সাপোর্ট পেয়েছি।কলেজ প্রশাসনের অধিকাংশ অধ্যাপক দের সাপোর্ট পাই নি।
পেশাজীবি নেতা,ক্লিনিকমালিক,ল্যাব মালিক,কিছু মাফিয়া সাংবাদিক কর্তৃক ১৫ কোটি টাকা আত্মসাৎ কারী হিসেবে পরিচিত হয়েছি।কোন এক পেশাজীবি নেতা ও তার পোষ্য ডাক্তারদের চরম অসহযোগিতা ও ষড়যন্ত্রের স্বীকার হয়েছি।
মন্ত্রণালয় থেকে বড় বাজেট পাই নি।পরিবার ছাড়া একা তিন বছর কাটাচ্ছি।বৃদ্ধা মা অচল।আমার স্ত্রী সব সেবা দিচ্ছে।মেয়েটির কঠিন অসুস্থতায় হাসপাতালে এক দিন ও দেখতে যাই নি।স্ত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকাকালীন সময় ছোট মেয়েটি রান্না করে মাকে ও বউকে সামলিয়েছে।আমি যাই নি।ময়মনসিংহ এ পড়ে ছিলাম।
আমি মহা মানব নই।ভাল মানুষও নই।শুধু বিবেক,আল্লাহর ভয়,সদিচ্ছা, একটু বেশি সময় দেয়া, পজিটিভ মনোভাব,নির্ভিকতা,নিজে দূর্নীতি না করলে সঠিকভাবে পরিচালনা করলে সব প্রতসঠানে উন্নতি সম্ভব। এটা সত্য আপনি বন্ধুহীন হবেন বা এ দেশে আপনার প্রাপ্য স্বীকৃতি মিলবে না।
যারা আজ ওয়ান স্টপ সার্ভিস এর বর্ষপূর্তী উদযাপনের কেক কাটে তারাই এর সবচেয়ে বড় বিরোধী ছিল। আপনারা কি সমর্থন করেবন ২০ বছর ধরে একটি হাসপাতালের ইমার্জেন্সীতে বি এম এ র অফিস থাকা।কিন্তু বাস্তবে এ অফিস ছিল।
প্রিয় ময়মনসিংহ বাসী আপনারা প্রতিবাদ করেন নি।ঔষধ পাওয়া যেত না,খাবারের মান ভাল ছিল না।আপনারা দায়িত্ব বান নাগরিক হিসেবে যে যার অবস্থান থেকে কি ভুমিকা নিয়েছিলেন। ওয়ানস্টপ কি ভাবে চলছে।এর কর্মচারীদের বেতন কিভাবে দেয়া হচ্ছে।কমেন্ট করার আগে এগুলো জানতে হবে।আবেগ দিয়ে যুদ্ধ জয় করা যায় না। শারীরিক মানসিক ভাবে একটু বেশি পরিশ্রমী হতে হয়।
আমি খুব ভাল প্রেক্টিসিং মুসলমান না।ভাল আমল নেই।তবে মনে হয় মানুষ এর দোয়া পাচ্ছি।
অজুহাত দেয়া বা ষড়যন্ত্র করা দুর্বলের হাতিয়ার। আমি তিন বছর আগে ১ বার শুধু মন্ত্রণালয় ও ডিজি অফিস গিয়েছি।আর যাই নি। নীতিকথা এখন আর ভাল লাগে না।অনেক কিছুই ইচ্ছে করে এড়িয়ে গেছি।আইসিটি এক্ট আছে।ক্ষমা প্রার্থী। অ্ন্যকে দোষ দেয়ার আগে নিজের দায় দায়িত্ব সঠিক ছিল কিনা এটার মুল্যায়ন করুন।আমাদের কেই আগে বদলাতে হবে।ভুল বললে ক্ষমা করবেন।
________________________
ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
পরিচালক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
আপনার মতামত দিন: