Ameen Qudir

Published:
2018-11-18 18:33:46 BdST

চট্টগ্রাম মেডিকেলে মাত্র ৯০ টাকায় মিলছে ক্যান্সার চিকিৎসার অত্যাধুনিক রেডিওথেরাপি


 


সংবাদদাতা
_________________________
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় অত্যাধুনিক রেডিওথেরাপি (কোবাল্ট-৬০) চালু করা হয়েছে। এখন থেকে চট্টগ্রামে কম খরচে রোগীদের ক্যান্সারের জরুরি চিকিৎসা সেবা পাওয়া যাবে।

সম্প্রতি চালু হয় এই সেবা।

মেশিনটি চালু হওয়ায় একজন ক্যান্সার রোগীর থেরাপি দিতে খরচ পড়ছে মাত্র ৯০ টাকা। প্রতিদিন ৯০ থেকে ১০০ জন ক্যানসার রোগীকে চিকিৎসা সেবা সম্ভব হবে। টানা ১৫ বছর এ মেশিন দিয়ে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যাবে।

 

হাসপাতালের পরিচালক মোহসেন উদ্দিন আহমদ বলেন, ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। চট্টগ্রামে এ রোগের ভালো কোনো চিকিৎসা না থাকায় রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হতো। অনেকেই টাকার অভাবে যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো। এই মেশিনটি চালু হওয়ার ফলে অনেক কম খরচে চিকিৎসা সেবা দেওয়া যাবে। সেই সঙ্গে রোগীদের ভোগান্তিও কমবে।



চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের মেশিনটি গত প্রায় চার বছর ধরেই নষ্ট। নানা প্রক্রিয়া শেষে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যে নতুন রেডিওথেরাপি মেশিনটি আমদানি করা হয়।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়