Ameen Qudir

Published:
2018-11-18 17:22:12 BdST

যশোর, পাবনা, নোয়াখালীসহ ৬ মেডিকেলে ভারতের সহযোগিতায় সর্বাধুনিক হাসপাতাল হচ্ছে


কক্সবাজারে  সর্বাধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নকশা

 

 

ডা. আবদুল কাইয়ুম _________________

 


আর মানহীন মুরগির খামার টাইপ মেডিকেল কলেজ হাসপাতাল নয়; এবার
বাংলাদেশের নতুন , পূরাতন ছয় জেলায় ৬ মেডিকেল কলেজে নির্মাণ হচ্ছে দরকারি বিশাল এলাকা নিয়ে সর্বাধুনিক সরকারি মেডিকেল হাসপাতাল। আশা করা হচ্ছে, এর ফলে এসব মেডিকেল কলেজ বেড সুবিধায় , চিকিৎসা সুবিধায় , শিক্ষা মানে আয়তনে আগের মেডিকেল কলেজ গুলোকে ছাড়িয়ে যাবে। সরকারি সূত্রে জানা গেছে এ তথ্য।

ভারতের সহযোগিতায় নির্মাণ হচ্ছে অপূর্ব শৈলী ও অত্যাধুনিক চিকিৎসা সুবিধাদি সম্বলিত এই ৬টি মেডিকেল কলেজ হাসপাতাল। জেলা ও মেডিকেল কলেজগুলো হল, যশোর, পাবনা, নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী ও জামালপুর। ইতোমধ্যেই বাংলাদেশ সরকার এসব জেলার মেডিকেল কলেজগুলোকে সর্বাধুনিক মেডিকেল হাসপাতালে পরিনত করার ঘোষনা দিয়েছে। হাসপাতাল চালু হলে বাড়বে স্বাস্থ্য সেবা ও শিক্ষার উচ্চ তম প্রতিষ্ঠান। সম্প্রতি ঢাকায় বিশ্বের সবচেয়ে বড় ' শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি হাসপাতাল ' করে সারা বিশ্বের বিস্ময়ে পরিনত হয়েছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞগন বলছেন, বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় নানা অনিয়মে বাংলাদেশে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে মানহীন , শিক্ষক হীন , চিকিৎসা সুবিধাহীন বিকলাঙ্গ প্রাইভেট মেডিকেল কলেজ ও তথাকথিত হাসপাতাল। এসব মেডিকেল কলেজ ও হাসপাতাল মুরগির খোয়াড় টাইপ। বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় অনুমোদন পাওয়া এসব মেডিকেল দেশের জন্য সম্পদ নয়, বোঝায় পরিনত হয়েছে।
সেসবে না আছে ন্যুনতম শিক্ষা মান। না আছে চিকিৎসা সেবা। আকার আয়তনে এসব বেসরকারি মেডিকেল কুটির শিল্পের মত। এগুলো শুধুই টাকা বানানোর কারখানা। এসব প্রতিষ্ঠানের কারণে দেশে বিদেশে বাংলাদেশের মেডিকেল শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের মর্যাদাপূর্ণ সম্মানজনক মেডিকেল শিক্ষার ইমেজ।
এই প্রেক্ষাপটে অত্যাধুনিক সুবিধার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল অত্যন্ত জরুরি। স্বাস্থ্য শিক্ষায় কোনরকম ছাড় দেয়া উচিত নয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন ৬ আধুনিক মেডিকেল হাসপাতালের কথা। । সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ঢাকায় দিল্লীর হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও প্রতিনিধিদের এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। বলেন, ভারত সরকারের সহযোগিতায় যশোর, পাবনা, নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী ও জামালপুরে ছয়টি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ প্রক্রিয়াধীন।বাংলা দেশে নতুন ৩৬টি কমিউনিটি ক্লিনিক চালু করার ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা করেছে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়