Ameen Qudir

Published:
2018-11-17 17:58:04 BdST

বাংলাদেশে পাস করা ডাক্তাররা ভারতের বিভিন্ন হাসপাতালে দক্ষ ও উন্নত সেবা দিচ্ছে


 

 

ডেস্ক
______________________
বাংলাদেশ থেকে পাস করা ডাক্তাররা ভারতের বিভিন্ন হাসপাতালে উন্নত ও অসাধারণ দক্ষতায় সেবা দিচ্ছেন ; তাদের সেবা সকলের মনজয় করেছে; সেকথা পঞ্চমুখ প্রশংসায় স্বীকার করলেন ভারতীয় কর্মকর্তারা। হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা অকুন্ঠ চিত্তে জানান, বাংলাদেশে পাস করা ডাক্তাররা ভারতে মানসম্মত সেবা দিচ্ছে । তিনি বলেন, প্রতি বছর ভারত থেকে আসা শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে পাস করে দেশে ফিরে গিয়ে মানসম্মত সেবা দিতে সক্ষম হচ্ছে।

সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা হাইকমিশনার এ কথা বলেন।

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, আমাদের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার মধ্যে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে তালিকার শীর্ষে রেখেছে ভারত। ভারত মনে করে বাংলাদেশকে সঙ্গে নিয়ে এই অঞ্চলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, ভারত সরকারের সহযোগিতায় যশোর, পাবনা, নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী ও জামালপুরে ছয়টি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ প্রক্রিয়াধীন।বাংলা দেশে নতুন ৩৬টি কমিউনিটি ক্লিনিক চালু করার ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা করেছে।

তিনি বলেন, শুধু স্বাস্থ্য খাত নয়, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভারতের অবদান দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে প্রভাবক হিসেবে কাজ করছে।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়