Ameen Qudir

Published:
2016-12-15 16:34:55 BdST

স্বাস্থ্যপুলিশসহ রাষ্ট্রের কাছে বাংলাদেশের ডাক্তারদের ৫ দফা



বিশ্বের অনেক দেশে হাসপাতাল পুলিশ চালু আছে।

 

 


ডাক্তার প্রতিদিন
________________________

স্বাস্থ্যপুলিশসহ রাষ্ট্রের কাছে ডাক্তারদের ৫ দফা

 

১. রাষ্ট্রায়ত্ত্ব হাসপাতালসমুহে ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে নাগরিকদের চিকিৎসাহীনতা / মানহীন চিকিৎসা বন্ধ করতে হবে।

২.দেশের সকল হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা দূর্ঘটনায় সংক্ষুব্ধ জনগনের মাঝখানে স্বাস্থ্য নিরাপত্তারক্ষী/পুলিশের ব্যবস্থা করতে হবে।

৩.চিকিৎসাবিজ্ঞানের প্রয়োগ ঝুঁকিপূর্ণ কাজ বলে বিশ্বময় স্বীকৃত। এ কারণে যে কোন চিকিৎসা দূর্ঘটনার জন্য এবং " অপরাধ রাষ্ট্রের অব্যবস্থা না চিকিৎসকের" সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত চিকিৎসককে দায়মুক্তি দিতে হবে।

 

                                            

৪.হাসপাতাল সমুহে যেসকল চিকিৎসা বিভাগের অর্গানোগ্রাম নাই, এবং ওই বিভাগের বিপরীতে প্রয়োজনীয় জনবল অবকাঠামো প্রযুক্তি ও উপকরণের বরাদ্দ নাই; সেসকল বিভাগ চালু রেখে চিকিৎসকদের ঝুঁকি বৃদ্ধি করা যাবে না।


৫. যে সকল হাসপাতাল / চিকিৎসাকেন্দ্রে রোগ নির্নয় ও চিকিৎসা দেওয়ার জন্য আধুনিক সরঞ্জাম , উপকরণ ও জনবল নাই, সেসকল চিকিৎসা কেন্দ্রে মানহীন / নিম্নমানের অকার্যকর চিকিৎসা প্রদানে ( মেডিকেল এথিক্স বিরোধী )ডাক্তারদের বাধ্য করা যাবে না।

_______________________

খুলনা বিএমএ থেকে জনস্বার্থে এই ৫ দফা দেয়া হয়েছে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়