Ameen Qudir

Published:
2018-10-29 17:29:42 BdST

জীবনরক্ষার জন্য ঔষধ কিনবেন যে ভাবে :ব্রিগেডিয়ার ডাক্তারের ৭ পরামর্শ


 


ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নাসির উদ্দিন আহমদ
_________________________

১।স্বনামধন্য কোম্পানির ঔষধ কিনবেন।
২।বড়,ফার্মেসী থেকে কিনবেন যারা দীর্ঘদিন ব্যাবসা করছে।
৩।প্রেসক্রিপশান এ লিখা ঔষধ কিনবেন।
৪।কোন হাতুড়ে ডাক্তার বা ফার্মেসির লোকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিবেন না।অন্তত একজন এমবিবিএস ডাক্তার দেখাবেন।
৫।ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞেস করবেন।
৬। ব্যবহার বিধি ভালভাবে জেনে নিবেন।
৭। মেয়াদ আছে কিনা চেক করবেন।

এটা আপনার জীবন। কিছু টাকা সাশ্রয় করতে গিয়ে বড় বিপদ ডেকে আনবেন না।আমাদের সমাজে বিবেকবান মানুষের সংখা দিন দিন কমে যাচ্ছে। বাংলাদেশে ঔষধ ভুল ভাবে এবং রেজিস্ট্রেশন বিহীন অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত ব্যাক্তিবর্গ ডাক্তার পদবী ব্যবহার করে মানুষের সর্বনাশ করছে।এতে ভবিষ্যৎ এ বিভিন্ন শারীরিক জটিলতা সৃষ্টি হবে এবং বর্তমানে হচ্ছে।
_______________________________

ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নাসির উদ্দিন আহমদ , পরিচালক :ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়