Ameen Qudir

Published:
2018-10-22 00:40:03 BdST

ডাক্তার : মানুষের মনের রাজ্যের রাজা


 


জাকারিয়া কবির
________________________

বেশ কিছু দিন হল ক্যাম্পাস ছেড়ে ঢাকায় এসেছি, ঢাকায় যেখানে উঠেছি সবাই বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কিন্তু আমাদের মাঝে একজন ডাক্তার জ্যাকি যাকে দেখে মনে হল তিনি শুধু ডাক্তারি শিক্ষায় শিক্ষিত মানুষ নন তিনি শিখে এসেছেন উন্নত আচরণ ও ভদ্রতা। হঠাৎ একদিন প্রচণ্ড ঘাড়ের ব্যাথা অনুভব করছি, বরাবরের মত ফার্মাসিতে গেলাম প্রেশার চেক করে কিছু ঔষধ দিল, কিন্তু না কাজ হল না। এরপর রাতের বেলা আমাদের ডাক্তার ভাই আসলেন, তিনি তার কাছে গলায় পেচানোর একটা ব্যান আছে সেটা পেঁচিয়ে রাখতে বললেন, আমরা বাকি সবাই ভাবলাম আমার তো টনসিল হয় নি, তাই কোন কিছু করলাম না, নাহ ব্যাথাব্যাথা কমছে না, একটু পর সবাই বলল ব্যান ও গামছা তো একই, একটা গামছা পেচিয়ে রাখ, না তাও কাজ হল না অবশেষ ব্যানটি ব্যবহার করার পর ব্যাথা কমে গেল।

আমদের উচ্চ শিক্ষিতদের সব যুক্তির পরাজয় হল, নিজেরা বুঝলাম সব কিছুতে যুক্তি থাকবে। যুক্তির পক্ষে শত প্রমাণ থাকলে, যুক্তি সত্য মনে হলেও, যুক্তি সত্য নাও হতে পারে। সময়ের পরিক্রমায়, একেক জনের কাছে একেক পেশাকে বড় মনে হবে তার পক্ষে অসংখ্য যুক্তি প্রমাণও থাকতে পারে কিন্তু মানুষের মনের সর্বচ্চো জায়গায় রয়েছে ডাক্তারগণ, শেষ পযন্ত থাকবে কারণ তাদের আচরণ, শিক্ষা ও উন্নত মানসিকতা তথা পরিপূর্ণ শিক্ষা রয়েছে যা একেক জন ডাক্তারকে একেক রাজ্যের রাজা বানিয়ে রাখে। ৩৯তম বিসিএস পরিক্ষার মধ্য দিয়ে মানব জীবনের অসহায় অবস্থায় ভরসার জায়গা চিকিৎসা সেবায় প্রবেশকারী সকল ডাক্তার রাজাদের আমাদের মত নন-ডাক্তারদের পক্ষ থেকে শুভ কামনা।
________________________

 

জাকারিয়া কবির
এমএস, ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়