Ameen Qudir

Published:
2018-10-21 02:13:55 BdST

কোচিং প্রাইভেট না পড়েও মেডিকেলে চান্স পেয়ে তাক লাগিয়ে দিল দরিদ্র সুপ্রিয়া


 

সংবাদদাতা , বাগেরহাট
_________________________

সবাইকে তাক লাগিয়ে দিল দরিদ্রপল্লীর কৃষককন্যা সুপ্রিয়া অধিকারী । মেধাই ছিল তার একমাত্র সম্বল। সংসারে কঠিন দারিদ্র। তা বাধা হতে পারে নি। ওরা বাস করে বাগেরহাটের চিতলমারী উপজেলার নিভৃত পল্লী রায়গ্রামে।
বাবা অনিমেষ অধিকারী দরিদ্র কৃষক। মা উন্নতি অধিকারী গৃহিনী। বড় ভাই বরিশাল প্যারামেডিকেলে পড়ে। ছোট ভাই কাস সিক্সে। তার কোনদিন প্রাইভেট বা কোচিং করা হয়নি। তাই এবার ঘোর দরিদ্র পরিবারের কৃষক কণ্যা সুপ্রিয়া অধিকারী মেডিকেল কলেজে চান্স পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। চিতলমারী উপজেলা প্রেসকাবে বসে এমনটাই জানালেন কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়। তিনি অসম্ভব গর্বিত তার শিক্ষার্থীকে নিয়ে। গৌরবে তার চোখে জল আসছিল বার বার।

তিনি জানান, সুপ্রিয়া ২০১৮ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সে চিতলমারী কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রী কলেজ থেকে ২০১৭ ও ১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ ছাত্রী নির্বাচিত হয়েছিল এবং ২০১৮ সালে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাশ করে। এসএসসি’তেও সুপ্রিয়া গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল।

এছাড়া ২০১০ সাল থেকে এ পর্যন্ত কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রী কলেজের পিয়াল, সুমন, অপূর্ব, মুক্তি রথীন, বিপ্রা ও বিথীসহ ৮ জন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়ছে।

সুপ্রিয়ার বাবা অনিমেষ অধিকারী জানান, অভাবের সংসারে সন্তানরা তার আশার আলো। দারিদ্রের কারণে তিনি ছেলে-মেয়েকে প্রাইভেট ও কোচিংএ দিতে পারেননি। তারপরও তিনি মেয়ের এ সাফল্যের জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন। সবাইকে জানান প্রণাম।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়