Ameen Qudir

Published:
2018-09-27 23:33:44 BdST

কি অবস্থা! বিদ্যাসাগরকে বিস্মৃত হয়েছি আমরা বাঙালিরা !





ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
______________________________


কি অবস্থা ...যাঁর কাছে , যাঁর লেখা বর্ণপরিচয় পড়ে আমাদেরমাতৃভাষায় হাতেখড়ি , খুব সুদূর ইতিহাস নয় , নয় রাষ্ট্রবিপ্লব ; অবহেলার ধুলো পড়ে এই মহামানব , যিনি কি কি করেছেন বাংলা ভাষার জন্যে বলার থেকে ; কি কি করেননি বলা বোধকরি সহজ , তাঁর জন্মদিন আমরা , বাঙালি রা বিস্মৃত হয়েছি । ছি , ছি ।

বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মে , যিনি হয়ে উঠলেন ইংরেজ দের সঙ্গে বাক্য এবং তর্কে অনমণীয় , সৃষ্টি করলেন সংস্কৃত কলেজ এবং বাংলা শেখার প্রথম পাঠ , এবং পরবর্তী কালে হিন্দু সমাজের বিধবা বিবাহ চালু করার প্রধান পুরুষ , গোঁড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেও পরে হলেন প্রচলিত ধর্মহীন এবং দীক্ষিত হলেন উদার মানবধর্মে , মধুকবি -কে পরবাসে , ফ্রান্সে , তিনি নিয়মিত অর্থ সাহায্য পাঠাতেন , কারণ প্রতিভা চিনতে মানুষটির ভুল হয় নি কক্ষনো , কখনো অন্যায় কে মেনে নেন নি । বহুবার মতভেদের কারণে উচ্চ বেতনের সরকারি অর্থাৎ ইংরেজদের চাকরি হেলায় ত্যাগ করেছেন , আত্মবিস্মৃত বাঙালি কিন্তু এমনকি তাঁর গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে , ঈশ্বরচন্দ্রের আবির্ভাব দিবস পর্যন্ত ভুল করে ২৪ সেপ্টেম্বর এর পরিবর্তে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ -ও ২৬ সেপ্টেম্বর ঘোষণা করে ফেলেছিল । অথচ কেউ বলবেন না পশ্চিমবঙ্গে বিদ্যতজনের আকাল পড়িয়াছে , হয়তো রাজনৈতিক রং , বিদ্যা এবং জ্ঞানের সীমা নির্ধারণ করিতেছে --কে বলিতে পারে । তবু যে শেষ মুহূর্তে সংশোধন হলো , এতেই আমরা ধন্য । ঊনবিংশ শতকের বাঙালী রনেশঁস এর অন্যতম হোতা অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।।

__________________________

 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
সুলেখক । কবি।

Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়