Ameen Qudir

Published:
2016-12-14 00:19:47 BdST

শেরের মানবতায় হাবিবার মুখে চাঁদের হাসি


   

  

 

 

সারোয়ার আলম শাহীন
___________________________

অনলাইন জুড়ে শুধু শের আলী বন্দনা।

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইতিমধ্যে ডিবি পুলিশ সদস্য শের আলী বাংলাদেশের মানবিকতার আইডলে পরিনত হয়েছেন।
দেখিয়ে দিয়েছেন মানবিকতা কাকে বলে,তার চেষ্টা বৃথা যায়নি। কান্নার রোলে চোখ ভেজানো শের আলীর দ্রুত চেষ্টা হাসি ছড়াচ্ছে উম্মে হাবিবা। হাসপাতালে সে সুস্থ আছে। সে দ্রুতই সম্পূর্ন সুস্থ হয়ে উঠবে।

উল্লেখ্য,গত ১১ ডিসেম্বর কক্সবাজার-চট্টগ্রাম সড়কে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে ৪ জন নিহত হয়।বাসের নিচে চাঁপা পড়ে আটকে থাকে শিশু উম্মে হাবিবা।তিন ঘণ্টা চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে আনে স্থানীয় বাসিন্দা শের আলী।

উদ্ধার করা মাত্র কোন কিছু বুঝে উঠার আগেই রক্তাক্ত শিশুটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্য দৌড়ানো শুরু করেন শের আলী,দৌড়ানোর সাথে সাথে অপরিচিত এই শিশুটির জন্য চিৎকার করে কাঁদতে থাকেন তিনি।এ সময় শের আলীর কান্না দেখে উপস্থিত জনতাও আটকাতে পারেনি চোখের পানি।হাসপাতালে নেওয়ার পরও শের আলী সার্বক্ষণিক শিশুটির পাশে ছিলেন,অপেক্ষায় ছিলেন শিশুটির জন্য,অবশেষে মেঘের কোনে চাঁদ হেসেছে!
________________________________

 

লেখক সারোয়ার আলম শাহীন । মানবিক সাংবাদিক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়