Ameen Qudir

Published:
2016-12-12 15:52:16 BdST

অজ্ঞাত আহত শিশুটিকে নিয়ে পুলিশ কাঁদতে কাঁদতে হাসপাতালে



সরোয়ার আলম শাহীন
______________________________

পাষাণ পৃথিবী, আজব দুনিয়া! প্রতিদিন হিংসা বিদ্বেষ সৃষ্টিসহ আপনজনের প্রতি মায়ামমতা কমছে, বাড়ছে শত্রুতা। স্বার্থের কাছে সবাই এক প্রকার অন্ধ! ব্যতিক্রমও যে নেই তা নয়, যেমন শের আলী। অন্যের জন্য কাঁদলেন, আর কাঁদালেন সবাইকে।

১১ ডিসেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগরে ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে ৪ জন নিহত হয়। ওই বাসের নিচে চাপা পড়ে একটি ছোট্ট শিশু। তিন ঘণ্টা চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দা শের আলী।

 

উদ্ধার করা মাত্রই কোন কিছু বুঝে উঠার আগেই রক্তাক্ত শিশুটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে দৌঁড়ানো শুরু করেন শের আলী! দৌঁড়ানোর সাথে সাথে অপরিচিত এই শিশুটির জন্য চিৎকার করে কাঁদতে থাকেন তিনি।

পরে জানা গেছে, চট্টগ্রাম ডিবি পুলিশে কর্মরত শের আলী শিশুটির কষ্ট ও যন্ত্রণা দেখেই অঝোরে কেঁদেছেন। ওই সময় শের আলীর কান্না দেখে উপস্থিত জনতাও চোখের পানি আটকাতে পারেননি।

শের আলীর চরিত্রই আসল চরিত্র। এটাই হচ্ছে মানবতা।
কেন এত হিংসে বিদ্বেষ, আপনে আপনে কঠোরতা?

_______________________________


লেখক সরোয়ার আলম শাহীন। মানবিক সাংবাদিক। কক্সবাজার।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়