Ameen Qudir

Published:
2016-12-11 18:50:57 BdST

৯৬ বছরের বৃদ্ধার বাড়িতে পেনশন পৌঁছে দিলেন :একেই বলে ব্যাঙ্ক ম্যানেজার


ডাক্তার প্রতিদিন ডেস্ক
_________________________

 

৯৬ বছরের বৃদ্ধা।পেনশন তিনি কেমন আসবেন ব্যাঙ্কে। আবার টাকাও যে তার দরকার।
দোটানায় পড়েছিলেন ব্যাঙ্ক ম্যানেজার। শেষে অভূতপূর্ব দৃষ্টান্তযোগ্য নজির গড়লেন।
ভুক্তভোগী আসতে পারবেন না তাতে কি! খোদ ব্যাঙ্ক ই পৌছে গেল বৃদ্ধার বাড়িতে।
কার কি লাভ হল। লাভ হল ব্যাঙ্কিং পেশার। মুখোজ্বল হল ব্যাঙ্কারদের।
এমন নজির গড়তে হয়। তাতে নতুন প্রজন্ম পায় মানবতার দিশা।


ব্যাঙ্কে উপচে পড়া ভিড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন প্রবীণরা। এই পরিস্থিতিতে ভিন্ন উদাহরণ গড়ল বারাণসীর সেন্ট্রাল ব্যাঙ্কের একটি শাখা। সেখানে ৯৬ বছরের এক বৃদ্ধাকে বাড়ি গিয়ে টাকা দিয়ে আসল ব্যাঙ্ক।

শিব কুমারী মিশ্র নামে পেনশনভোগী ওই বৃদ্ধার বাড়ি গিয়ে তাঁর কাছে টাকা পৌঁছে দিয়ে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁর শরীরের যা অবস্থা, তাতে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তোলার পরিস্থিতি নেই। সেই কারণে তুলতে পারছিলেন না পেনশন। বৃদ্ধার ছেলের কাছ থেকে এ কথা জানতে পেরে ব্যাঙ্কের ম্যানেজার প্রভাকর আচার্য্য স্বয়ং এসে তাঁর হাতে টাকা তুলে দিয়ে যান। প্রভাকর জানিয়েছেন, ওই বৃদ্ধাকে সাহায্য করতে পেরে তাঁরা খুবই খুশি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়