Ameen Qudir

Published:
2018-07-30 19:31:59 BdST

অপারেশনের পর খাওয়া নিয়ে কাউন্সেলিং : এরপরও যে সকল প্রশ্নের সম্মুখীন হতে হয়


 

 

ডা সুরেশ তুলসান
_____________________________

অপারেশন এর পর রোগী ছুটি দেওয়ার সময় রোগী এবং রোগীর দেখভাল কারী কে সব সময়ই খুব ভালো ভাবে কাউন্সেলিং করি।

বিশেষ করে রোগীর খাওয়া দাওয়া সম্প্রর্কে বিস্তারিত বোঝানোর পরও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়।

পরামর্শ সমুহ ----
------------------------

১.রোগী হালাল যা কিছু আছে সব কিছুই খেতে পারবেন।

২.কোন প্রকার কোমল পানীয় এবং বাজারের বা বোতলের জুস খাওয়াবেন না। যেমন পেপসি, সেভেন আপ, কোক, সেজান, ফ্রুটি ইত্যাদি। তবে বাড়ীতে তৈরি ফলের জুস খেতে পারবেন।

৩.প্রতিদিন পাতি লেবু খেতে দিবেন আজ থেকে ২ মাস। লেবুতে ভিটামিন সি আছে, ঘা শুকাইতে ( Healing) কাজে লাগবে।

৪.দেশী ফল খেতে দিবেন, যেমন - পেয়ারা, আমড়া, কলা, ইত্যাদি।

এরপর যে সকল প্রশ্নের সম্মুখীন হতে হয়।
-------------------------

১. RC খেতে পারবে ? RC খেলে নাকি ঘা শুকায়।

২.দুধ খেতে পারবে ? দুধ খেলে নাকি ঘা পাকে।

৩. লেবু তো টক, টক খেলে ঘা পাকবে না তো?

৪.লেবু কি শরবত করে খাওয়াবো নাকি ভাতে দিয়ে খাবে ? শরবত কি দিয়ে করলে ভালো হয়, চিনি না মিছরি ?

৫.বেদানা,আপেল, আংগুর, কমলা এইসব খাওয়া যাবে না ? এইগুলো ফলে নাকি ভিটামিন বেশী।
________________________________

ডা সুরেশ তুলসান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়