Ameen Qudir

Published:
2018-07-25 18:36:37 BdST

'ডা.লেলিন ভাইর কথা শুনে আর প্রেসক্রিপশন পকেটে ঢুকাতেই সুস্থ হলাম': সাংবাদিকের লেখা


 


দীপংকর গৌতম , সিনিয়র সাংবাদিক
______________________________

ডাক্তার যখন বললেন রোগটা ক্যান্সারে টার্ন করেছে কি না দেখতে হবে।কাল একটা ক্লোনোস্কপি করবেন। আমি তখন কতগুলো প্রিয় মুখ দেখছিলাম। আমার গ্রামে যেতে তৈরী হচ্ছিলাম, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার কথা ভাবছিলাম। আমার দাদা-বোনেরাসহ আত্মীয়-স্বজন অনেক আমাদের ঘরেই বেশ কয়েকজন ডাক্তার। কাউকে বলিনি এসব।পেটের ব্যথা কখনো বাড়ছে কখনও কমছে। বহুমাত্রিক গুনের অধিকারী আমাদের সবার অাস্থাবান চিকিৎসক ডা, লেলিন চৌধুরীর কাছে ফোন করলাম।লেলিন ভাই যথারীতি চেম্বারে যেতে বললেন। গিয়ে দেখলাম ২দিন আগের সিরিয়াল দেয়া রোগীও অপেক্ষায়।ব্যাথা বাড়ছে।৭.৩০ থেকে অপেক্ষার প্রহর গুনে ৯.৩০ বাজলে ডাক্তার সাহেব আসলেন। যানজট তার একমাত্র কারন আমি বন্ধুদের মধ্য থেকে উঠে লেলিন ভাইর হাত ধরে বললাম আমার সিরিয়াল নেই।আগে আমাকে বিদায় করেন।লেলিন ভাই ও আমার মেজদা আমার সহিংসতাকেও পাত্তা দেন বলে আমার ধারনা। লেলিন ভাইর হাত ধরে শৈশবে মেলা যাত্রার মতো আমি তার কক্ষে। তখনও আমি সিরিয়াল দেনেওয়ালা বন্ধুদের দেখে হাসছিলাম।এটা আমার উচিৎ হয়নি। আবার আমার সমস্যাটাওতো দেখতে হবে। যাইহোক লেলিন ভাইর কথা শুনে আর প্রেসক্রিপশন পকেটে ঢুকাতেই অনেক সুস্থ হলাম। ওষুধ কিনে খাচ্ছি।বহু অনিয়ম,নির্ঘুম, দুশ্চিন্তা সব মিলে আমার সংকট বাসা বেধেছে। আমি ঘুম থেকে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম ভাবতে আমার অবাক লাগে।লেলিন ভাই ও আমার দাদার ওষুধ প্রায় এক।শত শত বন্ধু-স্বজনদের উৎকণ্ঠার পাঁচিল পেরিয়ে আমি অনেক সুস্থ। সবার ভালোবাসার ঋণ শোধের নয়।সবাই আমার বন্ধু-স্বজন- আত্মীয়।সবার জন্য অনেক শুভকামনা।

_______________________________

দীপংকর গৌতম , সিনিয়র সাংবাদিক । কবি। কথাশিল্পী লোক গীতি সংগ্রাহক। গায়ক । বাদক। সব্যসাচী।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়