Ameen Qudir

Published:
2018-07-24 17:30:30 BdST

ময়মনসিংহ মেডিকেলে ২০০০ রোগী সামর্থ্যের আউটডোরে ৬০০০ আসে: যেভাবে এই অসাধ্য সাধন


 

ডেস্ক __________________


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২০০০ রোগী সামর্থ্যের আউটডোরে প্রতিদিন ৬০০০ রোগী আসে: সেবা থেমে নেই । সর্বাত্মক প্রয়াসে সবাইকে সেবা দেয়ার অসাধ্য সাধন করার প্রয়াসে ব্যস্ত হাসপাতালটির পরিচালক
ব্রিগেডিয়ার ডা. নাসির উদ্দিন আহমেদ । হিমশিম খাচ্ছেন তিনি। কিন্তু শান্ত স্থিত চিত্তে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন। তারপরও সমালোচনার শেষ নেই। সবাই অাবার অগ্রাধিকার চিকিৎসা চায়। নানা ফোরামে সমালোচনা চলছেই। জনগনের ট্যাক্সের টাকায় পড়ার সেই মান্ধাতার যুক্তি আছেই।
ব্রিগেডিয়ার ডা. নাসির উদ্দিন আহমেদ এই লেখায় ব্যাখ্যা দিয়েছেন কিভাবে অসাধ্য সাধন করছেন তিনি। ক্ষুব্ধ চিত্তে বলছেন, "আমাকে গালি দিয়ে যদি শান্তি পান হাজারবার গালি দেন।একবার ভাবেন ২ বছর ৯ মাসে এত বাধার মধ্যে আপনি কতটুকু করতে পারতেন।আমরা জাতি হিসেবে খুবই অসহনশীল। ভালবাসতে ২ মিনিট লাগে না, গালি দিতে ২ মিনিট লাগে না।"

ব্রিগেডিয়ার ডা. নাসির উদ্দিন আহমেদ এর বক্তব্য এখানে দেয়া হল।
________________________________

 

আমি আপনাদের কষ্টউপলব্ধি করি অন্তর থেকে।প্রতিদিন নুতন পুরাতন মিলিয়ে ৬০০০(ছয় হাজার) রোগী আউট ডোরে আসেন।আমাদের সামর্থ্য ২০০০ রোগীর চিকিৎসা দেয়া। ১৪ জন ডাক্তার প্রাইভেট বেতন দিয়ে রেখেছি আউট ডোরে রোগীর চাপ সামলাতে। ৪ টি টিকেট কাউন্টার।২২ জুলাই থেকে আরো ৪ টি পয়েন্ট কাজ করছে ।জনবলের অভাব। আপনাদের ১০% সার্ভিস চার্জ দিয়ে ১৪০ জন লোকের বেতন দেই।১৪ জন ডাক্তারের বেতন দেই।চারটি আল্ট্রাসনো মেশিনে ১৩০ জনের রিপোর্ট দেয়া যায়।সনোলজিস্ট ৫০ হাজার টাকা বেতন দিয়ে রেখেছি।আমি জনবল বাড়ানোর ক্ষমতা রাখি না।বাইরে থেকে প্রাইভেট ডাক্তার নিয়োগ সম্ভবত এ হাসপাতালে প্রথম।ইনডোর ২৯০০ রোগী। আমি আর কি করতে পারি।আপনাদের গরমে কষ্ট হয়।আমার কষ্ট লাগে।তারপরেও চেষ্টা করব আরো যেন ভাল করতে পারি।একজন ডাক্তার ১০০জন রোগী দেখে।এটা মানবিক নয়।একজন রোগী ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াবে এটাও অমানবিক।আমি চেষ্টা করব পরিস্থিতি সহনীয় অবস্থায় আনতে।আমাকে গালি দিয়ে যদি শান্তি পান হাজারবার গালি দেন।একবার ভাবেন ২ বছর ৯ মাসে এত বাধার মধ্যে আপনি কতটুকু করতে পারতেন।আমরা জাতি হিসেবে খুবই অসহনশীল। ভালবাসতে ২ মিনিট লাগে না, গালি দিতে ২ মিনিট লাগে না।আপনাদের নেতারা, সুশীল সমাজ,গন্যমান্য ব্যক্তিরা, সিভিল প্রশাসন কেন হাসপাতালের উন্নয়ন এর জন্য উপরের লেভেলে যোগাযোগ করে না।

## ময়মনসিংহ মেডিকেল এর আউটডোর নিয়ে লিখা মি. সারোওয়ার হাসান। MYMENSINGH HELP LINE বক্তব্যের ব্যাখ্যায় এই কথাগুলো বলা।
________________________

ব্রিগেডিয়ার ডা. নাসির উদ্দিন আহমেদ
পরিচালক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়