Ameen Qudir

Published:
2018-07-16 23:52:51 BdST

টিভি বিজ্ঞাপনের হারবালে মৃত্যুর ফাঁদ : একের পর এক মৃত্যু



সংবাদদাতা _________________


টিভি বিজ্ঞাপনের হারবালে মৃত্যুর ফাঁদ অপক্ষো করে থাকে ভুক্তভোগীর জন্য। সারা দেশেই ঘটছে একাধিক মৃত্যু। কিন্তু মিডিয়া থেকে স্বাস্থ্য প্রশাসন রহস্যজনকভাবে এ নিয়ে নীরব নিশ্চুপ।


সম্প্রতি ভালুকার গ্রামে টিভির বিজ্ঞাপন দেখে মোটা হওয়ার জন্য হারবাল সেবন করে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার ভোরে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের দেয়ালিয়া পাড়া এলাকার।

এলাকার শরিফুল টিভিতে বিজ্ঞাপন দেখে ভিপি যোগে চট্টগ্রাম থেকে এক হারবাল কোম্পানীর মেডিসিন এনে গত কয়েক মাস ধরে সেবন করে আসছিল। ঔষুধ সেবনের পর থেকে সে অস্বাভাবিক ভাবে মোটা হতে শুরু করে।

মঙ্গলবার রাতে মৃত্যু সহায়ক মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ভোর রাতে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় কিন্তু রাস্তাতেই তার মৃত্যু ঘটে। বাদ জোহর নামাজে জানাজা শেষে পাবিারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনার মত অনেক ঘটনাই নিয়মিত ঘটছে। মোটা তাজার এই বিষমেডিসিন মৃত্যু সহ মারাত্মক স্বাস্থ্যহানি ঘটাচ্ছে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়