Ameen Qudir

Published:
2018-07-12 16:35:26 BdST

"ডাক্তারের প্রতিটি টাকাই শ্রম আর ঘামের বিনিময়ে অর্জিত : প্রতিটা পাই পয়সা সৎ "


 

ডাক্তারের প্রতিটি দিন শুরু এরকম জনমুখী তৃনমূল সেবা দিয়ে। ছবি সংগৃহীত।


 
ডা. কামরুন নাহার লুনা
_________________________

ডাক্তারদের সাথে সাংবাদিকদের ঝামেলা হলো ।সবাই খুব খুশী , এই সুযোগে অন্য পেশাজীবিরা আলুপোড়া খেতে চলে এলেন ।
প্রথম কথা ট্যাক্সের টাকায় ডাক্তার হয়ে ৫০০/১০০০ টাকা ভিজিট কেন নিবে ।
একজন MBBS ডাক্তারের ভিজিট কত ১০০/ ২০০ টাকা । একজন স্পেশালিস্ট এর বেতন ৫০০/ ১০০০ টাকা ।
আপনার কোম্পানিতে আপনি একজন পি এইচ ডি হোল্ডার রাখবেন , তার উপযুক্ত সম্মানী দেবেন না ।
আপনার দরকার না থাকলে আপনি ১০০ টাকা দিয়ে MBBS ডাক্তার দেখান । সে রেফার করলে স্পেশালিষ্ট দেখান । ব্র্যান্ডেড ডাক্তার দেখাবেন , তার উপযুক্ত সম্মানি দিবেন না।
এদেশে সরকারী টাকায় খালি ডাক্তার ই পডে নাকি , বাকি পেশজীবিরা কি শুধু নিজের টাকায় পড়ছেন ?
আমার তো মনেহয় ডাক্তাররাই দেশকে ট্যাক্সের টাকার পরিপুর্ন রিটার্ন দিচ্ছে। নিজের চেম্বার , চাকরীর পাশাপাশী পাডাপ্রতিবেশী , আত্নীয়, পরিচিত সবাই কে ফ্রী চিকিৎসা ডাক্তার রাই দেয় । রাত বিরেতে সার্ভিস ডাক্তার রাই দেয় ।
হাসপাতালে ডিউটি কালে এমন কোন ডাক্তার আছেন কি , নিজের পকেটের টাকা গরীব রুগীকে দেন নি , বা নিজের গায়ের রক্ত রুগীকে দেননি।

প্রতিদিন সামনা সামনি বা টেলিফোনে , সময়ে অসময়ে কাউকে না কাউকে বিনা পয়সায় চিকিৎসা দিতেই হয় হোক ইচ্ছায় বা অনিচ্ছায় । আর কোন পেশাজীবি আছেন প্রতিদিন এভাবে দেশের সেবা করছেন । দয়া করে উদাহরন দিন ।
হাসপাতাল আর চেম্বারের বাইরে ৮:০০ - ২:৩০ অফিসের বাইরেও হাসপাতালে বিকালে রাউন্ড দিতে যাই । আন্ডার গ্রাজুয়েট পোষ্ট গ্রাজুয়েট ছাত্রদের পডানো , ট্রেনিং দেয়া । পাশাপাশি ছোটখাট রিসার্চ করা , হেলথ ক্যাম্প করা এসব অন্য কোন প্রফেসন দেখেছেন । সবাই চাকরী করে , বেতন পায় ,কারো ইচ্ছে হলে সমাজসেবা । আর আমরা প্রতিটা মুহুর্তে ই সেবাই করছি । নিদেন পক্ষে কোন ডাক্তারের কাছে যাবেন সেই রাস্তা হলেও বাতলে দিচ্ছি।

অন্য ডাক্তারের সিরিয়াল নিয়ে দেয়া , ওটিতে দাডিয়ে থাকা এসব বাদই দিলাম । এ সব কি সমাজের প্রতি কনট্রিবিউশন নয় ।

যারা ৫০০/১০০০ টাকা ভিসিটের খোটা দিচ্ছেন , তারা আবার কথায় কথায় বিদেশ চলে যান । বিদেশে বুঝি বিনা পয়সায় লঙ্গরখানা আছে । সেখানে ডলারে গুনে ডাক্তার দেখান । সেটাই বা ভুলে যান কি করে।
আমার FNF দের ভাষা শুনলে মনে হয় , ঐ লেবেলে আমি জীবনেও নামতে পারবো না, হোক না সে জেমসের গান ।

তোমরা যতই গালি দাও , আমি আমার লেভেল থেকে নামতে পারবো না, তুমি কিন্তু তোমার ভাষা দিয়ে তোমার জাত ই চেনালে।
একমাত্র সৃষ্টিকর্তার বরকর্তারাই ডাক্তার হতে পারে। তুমি চাইলেও আমার মতো হতে পারবেনা। আমার প্রতিটি টাকাই আমার রক্ত আর ঘামে বেচা। প্রতিটা পাই পয়সা সৎ ।
একরাশ সমবেদনা তোমাদের জন্য!!
______________________

ডা. কামরুন নাহার লুনা
Consultant Pediatrics at department of Neonatology , Chittagong Medical College Hospital

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়