Ameen Qudir

Published:
2018-07-09 20:26:06 BdST

নোংরা অপপ্রচার ও হয়রানি বন্ধের আশ্বাসে এবং মানবতার ডাকে চট্টগ্রাম ধর্মঘট স্থগিত



ডা. সুজন সাহা , চট্টগ্রাম
__________________

বিশ্বের যে কোন মেগা সিটির বেসরকারি হাসপাতাল সেবার তুলনায় আশ্চর্য রকম কম মূল্যে সেবা দেয়া স্বত্ত্বেও একদল হলুদ সাংবাদিকের অপপ্রচারের শিকার চট্টগ্রামের তথা বাংলাদেশের ডাক্তাররা।
তারপরও তাদের কাছে রোগী সেবাই মুখ্য। একদিকে অব্যাহত হলুদ নোংরা অপপ্রচার অন্যদিকে অসহায় লাখো রোগীর আর্ত চিৎকার; অবশেষে মানবতার মহান ডাকেই সাড়া দিলেন
চট্টগ্রামের ক্লিনিক মালিকগন।

অপপ্রচার দ্বারা প্রভাবিত হয়ে আর ডাক্তার বেসরকারি চিকিৎসাসেবীদের হয়রানি করা হবে না;
প্রশাসনের এই আশ্বাসে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছেন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্রের মালিকরা।


প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার এই ঘোষণা দেন।

তিনি বলেন, “প্রশাসন ও বিএমএ নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলাচনা হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ধর্মঘটের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এখন আমরা হাসপাতাল খুলে দিয়ে স্বাস্থ্যসেবা শুরু করব।”

এক শিশুর মৃত্যুর পর দেশের ডাক্তারদের অব্যাহত মিথ্যা চরিত্র হনন ও কিছু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে তারা রোববার ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন।

ওই ঘোষণার পর বেলা ৪টার পর থেকে বন্দরনগরীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সব ধরনের সেবা বন্ধ হয়।

রোগীরা কষ্টে পড়ে। কিন্তু যাদের মিথ্যা প্রচারের জন্য এই রোগী দুর্ভোগ, তাদের টিকির আর খবর নেই।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়