Ameen Qudir

Published:
2018-07-06 01:29:29 BdST

ওই ফুটফুটে বাচ্চাটা সাংবাদিকের না হয়ে ডাক্তার বা মন্ত্রীর হলেও এক চিকিৎসাই দেয়া হত




ডা. শাহ আহসানুল ইমরান
________________________


কুমিল্লাতে যতদিন ইমার্জেন্সীতে মেডিকাল অফিসার হিসাবে চাকরি করেছি ততদিন খিঁচুনি নিয়ে বাচ্চা আসলে পায়ুপথে যত তাড়াতাড়ি সম্ভব সিডিল ইন্জেকশন দিয়েছি । ১ম পছন্দ হিসেবে সারা পৃথিবীতে এই চিকিৎসা প্রচলিত ৷ সমকালীন সময়ে চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে একটি বাচ্চা কে রাত নয়টায় এন্টিবায়োটিক ইনজেকশন দেয়ার পর রাত ১১ টায় প্রচন্ড খিঁচুনি উঠলে উপস্থিত মেডিকেল অফিসার একই কাজ করেন, ওই মেডিকেল অফিসার কেন ;সারা বাংলাদেশের যে কোন মেডিকেল অফিসার বাচ্চাকে বাচানোর জন্য ঐ মুহুর্তে একি কাজ করতেন ৷ কিন্তু দু:খের বিষয় বাচ্চাটাকে বাঁচানো যায়নি ৷ এর পর ঐ মেডিকেল অফিসার, নার্স সহ ৩ জন কে পুলিশ এসে থানায় দরে নিয়ে যায় ৷ আর তাদের বিপদে পাশে দাঁড়াতে চট্টগ্রামের বিএমএর সাধারণ সম্পাদক থানায় ছুটে গিয়েছিলেন ৷ কেনো পাশে দাঁড়ালেন? এটাই তার অপরাধ ? যিনি জামাত শিবিরের পিস্তলের গুলিতে আহত হয়েও কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নি; তিনি কিভাবে চুপ হয়ে থাকেন তদন্ত ছাড়া চিকিৎসকে থানায় নিয়ে আসলে ৷ ঐ ফুটফুটে বাচ্চাটা যদি সাংবাদিকের না হয়ে ডাক্তার, পথের ভিখারি বা মন্ত্রীরও হত একই চিকিৎসাই দেয়া হত ৷ Google এ গিয়ে সার্চ দিলেই তো পাওয়া যায় ৷

সারা বাংলাদেশে যদি আজকে ১০০০টি বাচ্চা খিঁচুনি নিয়ে আসে আর এই ঘটনার ভয়ে যদি কোন ডাক্তার পাযুপথে সিডিল দেয়ার সাহস না করেন; কি অবস্থাটা হবে? এরকম ভয় নিয়ে কি চিকিৎসা দেয়া যায় ! আবার চোখের সামনে মরতে দেয়া যায়! ফয়সাল ইকবাল চৌধুরী ভাই স্পষ্ট বলেছেন নিয়ম অনুযায়ী তদন্ত করুন করে অপরাধী হলে শাস্তি দিন, তার আগে কেন এই নিপীড়ন ৷ চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল না হলে কি করে জরুরী রোগীর জন্য সর্বোচ্চ চেষ্টা করা সম্ভব ! এজন্য কি ব্যাক্তিগত ভাবে ভাইকে আক্রমন করতে হবে ৷ বন্ধ করুন হলুদ সংবাদিকতা ৷ আপনাদের ঘরেও হয়ত ডাক্তার আছে ,তিনি কি নিরাপদ থাকবেন?

_____________________________

ডা. শাহ আহসানুল ইমরান।
Assistant Professor , Rangpur Community Medical College.
Executive Member at Swadhinata Chikitshak Parishad-Swachip-Bangladesh Awami League
সাবেক
ইমার্জেন্সী মেডিকেল অফিসার, (EMO) Eastern Medical College & Hospital।

Studied M.P.H at National Institute of Preventive and Social Medicine (NIPSOM)

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়