Ameen Qudir

Published:
2018-07-04 16:31:30 BdST

"ডিয়ার ফরেনার, ডোন্ট লুজ ফেইথ ইন বাংলাদেশ"




মেজর ডা. খোশরোজ সামাদ
____________________

হোলি আর্টিজান। এক বছর আগের এই দিনে দেশী - বিদেশী নাগরিকদের ঘৃণ্য জংগীরা পৈশাচিকভাবে হত্যা করে। সেই ভয়াল রাতের বিভীষিকা, বাতাসে লাশের গন্ধ,জংগীদের রক্তপানের উন্মত্ততা বিশ্ববিবেককে স্তম্ভিত করে দিয়েছিল।।

২।বাঙ্গালিরা ঐতিহ্যগতভাবে অতিথিপরায়ণ।কবি জসীমউদ্দিন প্রায় শত বছর আগে অতিথি বরণের অপরুপ শব্দমালায় লিখেছিলেন -

'আমার বাড়ি আইসো ভ্রমর বসতে দেবো পিড়ে
জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে'

মহান মুক্তিযুদ্ধকালে নিজেকে বিপদাপন্ন করেও নিজ গৃহকোনে অতিথিকে লুকিয়ে রেখেছিল লাখো বাঙালি।

৩।বাংলাদেশে পেশাগত দায়িত্ব পালনে আসা অন্যান্য বিদেশীদের সাথে ৯ জন ইতালীয় নাগরিককে জংগীরা এই রাতে হত্যা করে। তাঁরা ছিলেন আমাদের অতিথি। আমাদের দুর্ভাগ্য , অতিথিদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি নি। ইতালির রাষ্ট্রদূত মারিও পালমার সাথে আমি ক্যামেরাবন্দী হই। ইয়োর এক্সেলেন্সি,আমরা আপনার কাছে ক্ষমাপ্রার্থী । কিন্তু, জেনে নিন, বাংলাদেশ জংগীদের নয়।বরং , হৃদয়ের সবকটি জানালা খুলে অতিথিবরণের উষ্ণ গান গাইতে জানে এই বাঙালিরাই।

৪।ডিয়ার ফরেনার,ডোন্ট লুজ ফেইথ ইন বাংলাদেশ।
__________________
লেখক
মেজর ডা. খোশরোজ সামাদ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়