Ameen Qudir

Published:
2016-12-09 16:35:32 BdST

ছুটির দিন সবিশেষ মানুষের জন্য পথে পথে


ডা. সুলতানা এলগিন
_____________________
শামীম আহমেদকে প্রশংসা না করে উপায় নেই। তিনি মানুষের জন্য কাজ করেন। এই ছবির মেয়েটা; নাম ময়না। ছিল পথের বাসিন্দা। ছিল গুরুতর অসুস্থ। দেখবার কেউ ছিল না। তার একটা পায়ে ঘা হয়ে পচেই যাচ্ছিল প্রায়। সে মুহূর্তে পাশে গিয়ে দাঁড়ালেন শামীম।
তিনি মাতৃভক্ত মানুষ। মনে করেন, মানুষের সেবা, নারীর সেবা মানেই মাতৃসেবা।
মাতৃসেবার টানেই তিনি পথমানুষের সেবার দিশারী।

শামীমের সেবায় ময়না আজ সুস্থ। আমরা শুভকামনা জানাই শামীমকে। তার সেবাকে। তার মানবতা নামক ধর্মকে। যে ধর্ম কাউকে দূরে ঠেলে না। সবাইকে কাছে টানে।
শামীমকে টিম ডাক্তার প্রতিদিন কর্মীরা কেউ চিনি না ব্যক্তিগতভাবে।
কিন্তু চিনি তার কর্মকে। এভাবে যারা আগামীতে মানুষের জন্যে নিবেদিত থাকবেন ; ডাক্তার প্রতিদিন সবসময় তাদের সঙ্গে থাকবে কোনরকম ব্যাক্তিযোগাযোগ না হলেও। শামীমের পরিচয়। শামীম একজন মানবতাবাদী মানবসেবী। হেল্পিং হ্যান্ডস বিডি নামে একটি ব্যাক্তিগত প্রতিষ্ঠান খুলে মানবতা নামক মহান ধর্মের জয়গান করেন।

এবার কিভাবে শামীম সুস্থ করলেন ময়নাকে ; সে কাহিনি শুনি তার লেখাতেই। ধারাবাহিকখাবে শামীমের কর্মকুশলতার বিবরণ শুনি। ছবিসহ।

      

______________________
যখন পথে শামীম ময়নাকে পেলেন

সেই ছবি লিখে চললেন সবার জন্যে।

""মানবতা কোথায় ? মানবাধিকার কর্মীরা কোথায় ?? সমাজ সেবকরা কোথায় ??? বিবেক কোথায় ???? আজ সবার কাছে আমার এই প্রশ্ন ।

(গত ২ দিন যাবত মেয়েটি অামার অফিসের নীচে পল্টন এলাকায় রাস্তায় পরে অাছে।হাটতে পারছে না।পায়ে ঘা হয়েছে।পা পচে যাচ্ছে ও দুগন্ধ বেরোচ্ছে।শত শত মানুষ এই রাস্তা দিয়ে অাসা যাওয়া করছে।কারো ই মেয়েটার দিকে তাকানোর সময় নাই।একদিন হয়তো খাবার ও চিকিৎসার অভাবে মেয়েটা মারা যাবে।তখন অান্জুমানে মফিদুলের এম্বুল্যান্স এসে মেয়েটার লাশ নিয়ে যাবে ও বেওয়ারীশ লাশ হিসেবে দাফন করবে।মেয়েটার বাবা- মা হয়তো কোনো দিন ই জানতে পারবে না তাদের মেয়ের জীবনের করুন পরিনতির কাহিনী।জানতে পারবে না তাদের মেয়ে অাদৌ বেচেঁ অাছে না মরে গেছে?)

 


রাত ১১.৩০ মিনিট।অপারেশনের পর হাসপাতাল বেডে ময়না।

____________________

অালহামদুলিল্লাহ।অবশেষে ৩ দিন যাবত রাস্তায় গরে থাকা মেয়েটিকে এম্বুল্যান্স এ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি।মেয়েটার নাম ময়না।তার তথ্য অনুযায়ী মেয়েটা বিগত ৩ মাস যাবত ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় দিনাতিপাত করছিল।ময়নার একটা পা পচন ধরেছে,সে হাটতেে পারছিল না।সবাই ময়নার জন্য দোয়া করবেন।

 


অামরা সবাই যদি ১৪ ঘন্টা করে ও মানব সেবাই সত্যিকার অর্থে ব্যায় করি (লোক দেখানো বা ফেইসবুকে লাইক,কমন্টেস পাবার জন্য নয়) তাহলে ময়না,অন্তর,অাদুরী,পারুলদের মতো একটা মানুষ ও রাস্তায় পরে থাকবে না।

 

 

অামার জীবনের ১৪ ঘন্টা সময় অার রাস্তায় পরে থাকা একজন "ময়না" র নতুন জীবন।""

 

ময়নার জন্যে ডাক্তার প্রতিদিনও শুভকামনা জানাই।

শামীমদের সংখ্যাও বাড়ুক।

এভাবেই মানুষ মানবতার ধর্মে দিক্ষিত হোক,

মানবতার জয়গান করুন;

মানুষ দাঁড়াক মানুষের পাশে;

প্রকৃতির পাশে;

জীবের পাশে

এই কামনা করি।

 

 

______________________

 

লেখক ডা. সুলতানা এলগিন , সহযোগী অধ্যাপক , মনোরোগবিদ্যা বিভাগ, বিএস এম এম ইউ । সম্পাদক , ডাক্তার প্রতিদিন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়