Ameen Qudir

Published:
2018-07-02 16:02:59 BdST

এটাই মানবসেবা: নির্বাচনী প্রচারকালেও রোগী দেখছেন এই ডাক্তার মেয়রপ্রার্থী


 

 


ডা. রাশেদ হোসেন, বরিশাল
_______________________
এটাই মানবসেবা: বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনী প্রচারকালেও রোগী দেখছেন এই ডাক্তার মেয়রপ্রার্থী ।


ডাক্তার মানেই মানবসেবা। ডাক্তার মানেই জীবন বাঁচানোর কর্মী। জীবন বাঁচাতে , জীবনকে রক্ষা করতে ডাক্তার সর্বত্র ছুটে চলেন।
এই ছুটে চলার শেষ নেই।

মিডিয়ার অব্যাহত নোংরা প্রচারের পরও ডাক্তার মানবসেবা থেকে বিচ্যুত নন।

ডাক্তারদের জীবনদান কর্মসূচির তালিকার শেষ নেই। তাদের সেবার লম্বা যাত্রারও শেষ নেই। এখানে এবার ডাঃ মনীষা চক্রবর্ত্তীর কথা বলব। তিনি পেশায় মানবসেবী চিকিৎসক। এই মানবসেবার কাজকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে তিনি রাজনীতির মাঠেও সমান দেদীপ্যমান।
সম্প্রতি তিনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মানুষের সেবার জন্য মেয়র পদে লড়ছেন। সে জন্য নির্বাচনী প্রচারে ছুটছেন।
নির্বাচী প্রচার কালেও তার ডাক্তারী থেমে নেই। শত রোগী তার কাছে নির্বাচন প্রচার কালে ছুটে আসচেন। কাউকে ফেরান না তিনি। প্রচারের পাশাপাশি দেখছেন রোগী। দেখছেন রোগীর হালহাকিকত।
এটাই স্বাভাবিক।

মানুষের সেবাই যার মননে- মগজে সে কি থেমে থাকতে পারে? গিয়েছিলেন নির্বাচনী প্রচারে কিন্তু সেখানেও রোগি দেখছেন ডাঃ মনীষা চক্রবর্ত্তী। তিনি এবার মই মার্কা নিয়ে লড়বেন বরিশাল সিটি নির্বাচনে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়