Ameen Qudir

Published:
2018-06-27 17:14:06 BdST

এক ডাক্তারের ভুলে একজন মানুষের মৃত্যু : শাসকের নীতির ভুলে লক্ষ জনের মৃত্যু হয়




ডা. রেজাউল করীম, কলকাতা
_______________________________

আমার কাছে একবার একজন এম এল এ এলেন একটা কাজে। নিজে নাকি মেসবাড়ী না ক্লাবে থাকতেন তখন- ১৫বছর আগের কথা বলছি। তিনি এ কথা সেকথার পর স্বাস্থ্যের কথা তুললেন। আমি বললাম: আপনি চিকিৎসার কথা বলছেন না স্বাস্থ্যের কথা বলছেন? স্বাস্থ্য অর্জন করতে হয়, এদেশে চিকিৎসা কিনতে হয়। আপনারা বিধানসভা কক্ষে স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন, নানারকম লক্ষ্য নির্ধারন করেন কিন্তু বাজেট বরাদ্দ করার সময় হিসাব দেন কটা হাসপাতাল বাড়ল, কটা নতুন বাড়ী তৈরী করলেন, কটা শয্যা বাড়ালেন। তাই গোডায় গলদ থেকে যাচ্ছে। আমাদের সহযাত্রীরা ভাল করে দুবেলা পেট ভরে খেতে পায় না, গায়ে দুফোটা রক্ত নেই, বাচ্চাগুলোর ও। অপুষ্ট জীর্ন শরীর নিয়ে এ পৃথিবীতে এসেছে। তাদের জন্য কোন হাসপাতাল কাজে লাগবে? টীকার হাল এত খারাপ, ২পয়সার আয়রন-ফলিত এ্যাসিড বডি পেলে গায়ে একটু রক্ত হয়। আপনাদের কথা শুনতে কত লোক আসে। সেখানে যদি দয়া করে বলেন- হাত ধুয়ে খাও, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবে না, দুটো বাচ্চার মধ্যে পাঁচ বছর ব্যবধান রাখো দেখবেন চিকিৎসা ব্যবস্থার অপূর্ন প্রয়োজন অনেকাংশেই কমে যাবে।
কিছুক্ষন এসব কথা শোনার পর তিনি আবার আসার প্রতিশ্রুতি দিয়ে অগস্থ্য যাত্রা করলেন। এই হচ্ছে আমাদের দেশের বিপদ। যারা পলিটিক্স করেন তারা মানুষের অধিকারের কথা বলেন নিজেদের রেকর্ড ঠিক রাখার জন্য কিন্ত যখন সত্যি অধিকার দেওয়ার প্রশ্ন আসে তখন অন্তহীন বিতর্ক চলে। অবশেষে সেই অধিকারের বিল ঠাণ্ডা ঘরে চলে যায়। মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষনের যে বিতর্ক তা এখনো শেষ হয় নি। আগে বহুদলীয় সরকারের নানা বাধ্য বাধকতা ছিল। এখন নেই, কিন্তু শাসকের বদল হলেও চিন্তাধারায় কোন পরিবর্তন নেই। স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার কিনা এ নিয়েও কোন ঐক্যমতে পৌঁছন যায় না। সরকারের যারা কর্তা, যেমন আমলারা, তারা চিকিৎসকদের ভূল ভ্রান্তি নিয়ে লম্বা চওড়া কথা বলেন কিন্তু স্বাস্থ্যের সব মানোন্নয়নে যে সরকার ব্যর্থ ও সরকারের সচিব হিসেবে সে ব্যর্থতার দায়ভার যে তাদেরও সেকথা কেউ তাদের বলে না। তাদের জরিমানা হয় না, প্রকাশ্যে তাদের ভর্তসনা হয় না, দায় কাঁধে দিয়ে তাদের সামাজিক অসম্মান করা হয় না, তাদের নিজেদের খরচে খবরের কাগজে তাদের ব্যর্থতার বিবরন ছাপা হয় না। কেউ তাদের দোষ দেয় না। না, কোর্ট ও নয়- এই জুডিশিয়াল একটিভিজমের যুগেও না। একজন ডাক্তারের ভুলে বা দোষে একজন মানুষের মৃত্যু হয় কিন্তু নীতির ভুলে, শাসকের অপশাসনে হাজার লক্ষের মৃত্যু হয়। তাদের হিসেব কে রাখছে? কেন হাজারে ২৭ টি বাচ্চা পৃথিবীর আলো দেখছে না? কেন লাখে শ' দেড়েক মা জন্ম দিতে গিয়ে মারা যান? কেন সুপেয় পানীয় জল ৯০ সাল কবে চলে গেছে এখনো পাচ্ছি না? কেন এত মহামারী, ডেঙ্গু, ডায়ারিয়া? কেন এত হামের প্রকোপ, কেন ৩৫% শিশু অপুষ্টির শিকার?
"উত্তর মেলে না। কেননা, অন্ধ কাল যুগ-যুগান্তরের গোলকধাঁধায় ঘোরে, পথ অজানা,
পথের শেষ কোথায় খেয়াল নেই।"

________________________
ডা. রেজাউল করীম। কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। একটিভিস্ট। চিন্তক। পেশাজীবি নেতা।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়