Ameen Qudir

Published:
2018-06-25 17:09:18 BdST

,দারিদ্র‍্যের বিরুদ্ধে লড়াকু কবিকে নিয়ে লিখলেন এক ডাক্তার লেখক




 

মেজর ডা. খোশরোজ সামাদ
__________________________

শুভ জন্মদিন কবি, নির্মম বাস্তবতা যাকে খুবলে খেয়েছে ।

২৩শে জুন। কবি সমুদ্র গুপ্তের জন্মবার্ষিকী। ষাটের দশকে তরবারির মত ঝলসে উঠা এক কবি। তাঁর কবিতা ইংরেজি, ফরাসি,নরওয়েজী,চিনা,জাপানীসহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে বাংলা কাব্যসম্ভারকে বিশ্বের দরবারে সগৌরবে উপস্থাপন করেছে। অসীমের পানে যাত্রা করেছেন মাত্র এক দশক আগে। অথচ গোল্ডফিশের মত স্মৃতি বিভ্রম হয়ে আমরা তাঁকে ভুলতে বসেছি।

২। মানুষকে স্বপ্ন দেখান কবিরা। আজীবন দারিদ্রের বিরুদ্ধে লড়াই করেও স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল।নবজাতকের কাছে পৃথিবীকে বাসযোগ্য করবার অংগীকার পূরণ করবার আগেই যক্ষায় ভুগে, প্রায় বিনে চিকিৎসায় প্রাণ হারান সুকান্ত।

৩।ছদ্মনামের সমুদ্র গুপ্তের পারিবারিক নাম ছিল আব্দুল মান্নান বাদশা। বোধ হয় বুঝে ছিলেন যত বড় মাপের কবিই তিনি হন না কেন, দারিদ্র্যের কষাঘাত কখনই তাঁকে 'বাদশা' করবে না । সামাণ্য রুটিরুজির জন্য জুটমিলের বদলী শ্রমিকেরও কাজ করেছেন।এই নির্মম বাস্তবতায় কবিতা লেখা যায়?? তবুও প্রায় মৃত্যুর শেষদিন নাগাদ কবিতা লেখে গেছেন।

৪। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'রোদ ঝলসানো মুখ' প্রকাশিত হতে তাঁর কাব্যচর্চার প্রায় দুইদশক লেগে গেছে। বৈরী বাতাসের বিরুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হলেও বিভ্রান্ত হন নি। তাই কবিতার পাশাপাশি গল্প,প্রবন্ধ,কলাম অবিরল লিখে গেছেন। আধুনিকতার নামে কবিতাকে দুর্বোধ্যতার দোষ থেকে মুক্ত করে সহজিয়া করবার জন্য জটিল লড়াই করেছেন।

৫।'জাতীয় কবিতা উৎসব ' যেসব দক্ষ সংগঠকদের হাতে বিকশিত হয়েছিল,তিনি তাঁদের অন্যতম।সমুদ্র গুপ্ত,হে বন্ধু মোর, আজ বৃষ্টিতে মহানগরী ভেসে গেছে,কোথাও অচেনা ফুল ফুটেছে। সেই ফুলের মহুয়া মাতাল সুরভী আরেকবার মনে করিয়ে দিল, তোমার জন্মবার্ষিকী। শুভ জন্মদিন,কবি।
____________________________

মেজর ডা. খোশরোজ সামাদ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়