Ameen Qudir

Published:
2016-11-10 02:56:03 BdST

তারপরও কি ডাক্তাররা কসাই


 

                                    

 

ডা. আশীষ দেবনাথ

৯টা--২টা মানে একবেলাতেই ২৭টি অপারেশন।
৯টি সিজার, ২টি সেকেন্ডারী, ছোটবড় মিলিয়ে ১৬ টি সার্জারী কেস। এটি নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের এক সকালের ঘটনা। যা আদতে প্রতিদিনের চিত্র বটে।
এরপরও কি বলবেন,
সরকারী হাসপাতালেও টাকার জন্য সিজার করেন ডাক্তাররা? সরকারী হাসপাতালে কোন কাজই হয়না? ডাক্তাররা সব কসাই?

অাপনি কি জানেন, যারা এই কাজগুলি নিয়মিত করেন- সার্জন, এনেসথেসিওলজিষ্ট, এমও'দের বসার মত নিজস্ব চেয়ারটাও নেই। কয়েকজনকে একই কক্ষ শেয়ার করে নিয়মিত অফিস করতে হয় এসব কথিত ১ম শ্রেনীর কর্তাদের। নিজের বিবেককে প্রশ্ন করুন, বসার জায়গা না থাকলে আপনি কি আদৌ অফিসে যেতেন?

কিন্তু বসার জায়গা না থাকলেও আমাদের অফিসে যেতে হয়। কারন ডাক্তাররা অফিসে চাকুরি করতে নয়, সেবা দিতেই যায় ।
লেখক : সিএমসি২৮ । Anaesthesiologist & Intensivist at Anaesthesiology & Intensive Care Services

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়