Ameen Qudir
Published:2018-06-12 18:05:57 BdST
মানবসেবী ডা. লিজা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আইসিইউর বেডে
ডা. লিজা সিএমসি ৩৭ ব্যাচের । প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ।
ডা. শাহাদাৎ হোসেন রোমেল
___________________________
ডা. লিজা চমেক ৩৭ ব্যাচের ছাত্রী, প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ । আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঢাকা উত্তরার লুবনা হাসপাতালের আইসিইউর বেডে। বিগত দুই বছর নীরবে ব্রেন টিউমারের সাথে লড়াই করছেন লিজা। তারপাশে ছিলো সার্বক্ষণিক সহযোদ্ধা তার স্বামী ডা. রাশেদ এবং তাদের পরিবার।তিনিও চমেক ৩৭ ব্যাচ ।
বর্তমানে লিজার ফুসফুসে কনসোলিডেশন ধরা পড়েছে। সংকটাপন্ন অবস্থায় আমাদের বোন লিজা। রাশেদ কিংবা লিজা আমাদের কাছে কোন সাহায্য চান নি । শুধু দোয়া চেয়েছেন।
কিন্তু লিজার পাশে দোয়া, আশীর্বাদ, চিকিৎসা সহায়তাসহ সব রকম সহযোগিতা নিয়ে আমাদের সকল সিএমসিয়ানের দাঁড়ানো উচিৎ।
লিজার জন্য প্রার্থনা করা দরকার আমাদের সবার।
এ ধরণের সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসা ব্যয় কেমন ; সে সম্পর্কে অামাদের চিকিৎসক পরিবারের সকলের সম্যক ধারণা রয়েছে।
এই মানবসেবী সদা প্রফুল্ল দম্পতি তাদের চিকিৎসক জীবনের পুরোটাই সেবা বিলিয়েছেন। সদা হাস্যমুখ। কখনওই কারও কাছে সহযোগিতার জন্য মুখাপেক্ষী হন নি। বরং তারা দুজনেই যথাসাধ্য অসহায় স্বজন পরিজন বন্ধু বর্গ সকলের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সে কথা সকলের কম বেশী জানা।
আজ তাদের মহাসঙ্কটের দিনে আমাদেরও কি উচিত নয় তাদের পাশে দাঁড়ানো।
আমরা কি পারি না ডা. লিজার পাশে দাঁড়াতে!
সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে.।
_________________________

আপনার মতামত দিন: