Ameen Qudir
Published:2018-05-27 18:37:41 BdST
রাফার ভালমন্দের দেশের সকল ডাক্তারের
ডা. নাসিমুন নাহার মিম্ মি
_____________________________________
আমার লিষ্টে বাংলাদেশের বহু নামী দামী ডাক্তার স্যার ম্যামরা, মেডিকেল কমিউনিটির বহু সিনিয়র জুনিয়র আছেন।
আপনাদেরকে বলছি-----
আদ্ দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী রাফার অসুস্থতার কথা মোটামুটি সবাই জানি আমরা। মেয়েটি নিজে নিজের জন্য রক্ত চেয়ে পোস্ট ফেসবুকে আপলোড করছে। চিকিৎসার জন্য টাকার সাহায্য নিজে চাচ্ছে।
নিজে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করে চিঠি লিখছে।
বুঝতে পারছেন আপনারা বিষয় টা ?
একজন মানুষ,
একজন মেডিকেল ছাত্রী কতখানি অসহায় অবস্থায় পড়লে এমন করে রক্ত আর সামান্য কিছু টাকা চেয়ে সবার কাছে হাত পাতে ?
রক্ত আর টাকার অভাবে রাফা মরে যাবে ?
আমাদের দেশে না এততত এততত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। এত এততত ডাক্তার না বের হয় প্রতি বছর? হাজারখানেক টাকা ফি না বহু ডাক্তারের ???
প্রত্যেকের কাছ থেকে 1000 করে টাকা তুললেও তো কয়েকজন রাফাকে আমরা ডাক্তারাই সুস্থ করে তুলতে পারি , সৃষ্টিকর্তা সহায় হলে বাঁচিয়ে রাখতে পারি আমাদের একজন ছোট বোনকে।
রাফার মতো করেই বললাম----শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় যদি রাফা আমাদের ছেড়ে যায়; তার দায়ভার আমার, আপনার, এই দেশের প্রতিটি ডাক্তারের।
রাফা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অনুগ্রহ করে যোগাযোগ করুন :
01680-909120;(রাফার ভাই)
01534-953935;
.__________________________

আপনার মতামত দিন: