Ameen Qudir

Published:
2018-05-08 00:30:28 BdST

'মেয়ে বাচ্চা মারা গিয়েছে শুনে সবার চোখেমুখে এক ধরণের সন্তুষ্টি ভর করলো'


 


ডা. জামান অ্যালেক্স
____________________________

হুড়মুড় করে হাসপাতালের ইমার্জেন্সি রুমে ৫-৬ জন পুরুষ ও মহিলা ঢুকে পড়লেন। তাদের মাঝে এক বয়স্ক মহিলা তার দু'হাতে কাপড় জড়িয়ে এক বাচ্চাকে ধরে রয়েছেন। ছোট্ট একটা রুমে অন্যান্য রোগীসহ তখন জনা পনেরো লোক। মহিলাটি ভিড় ঠেলে বাচ্চাটিকে নিয়ে আমার কাছে আসলেন....

৪ দিনের এক বাচ্চা। মায়াভরা তার মুখ।দেখে মনে হলো- পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বেশ কিছুক্ষণ ধরে নাকি আর সাড়াশব্দ করছে না, তাই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসা.....

বাচ্চাটিকে এক্সামিন করলাম। কি শীতল একটা দেহ! এতটুকুন একটা শরীর। সেই শরীরে প্রাণের কোন সাড়া পেলাম না। যেকোন কারণেই হোক না কেন--বাচ্চাটি বেশ অনেকক্ষণ হলো মারা গিয়েছে। জটিল এই পৃথিবীতে বাচ্চাটি এসেছিলো ক্ষণিকের অতিথি হয়ে। বাচ্চাটির একটা ECG করে মৃত্যুর প্রমাণটি নিজের কাছে রেখে দিলাম....

বাচ্চাটির আত্মীয়স্বজন সহ জনা পনেরো লোক আমার বক্তব্য শোনার জন্য আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ডেথ ডিক্লেয়ার করতে হলো। কেন বাচ্চাটি মারা যেতে পারে সেটারও একটা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলাম...

সেটার অবশ্য প্রয়োজন ছিলো না। বাচ্চাটির মৃত্যু আমাকে স্পর্শ করলেও বাচ্চাটির আত্মীয়স্বজনকে খুব একটা স্পর্শ করে নাই। কেন স্পর্শ করে নাই-সেটা অবশ্য সাথে সাথেই বুঝতে পারলাম যখন অন্য রোগীর লোক বাচ্চাটির আত্মীয়স্বজনকে জিজ্ঞেস করা শুরু করলোঃ

" আহারে! মইরাই গেলো! কি বাচ্চা এইটা? ছেলে না মেয়ে?"

বাচ্চাটির লোকজনও বেশ আগ্রহ নিয়েই উত্তর দিলেনঃ

" আরে, না, না, ছেলে হইব কেন? মেয়ে, মেয়ে..."

মেয়ে বাচ্চা মারা গিয়েছে শুনে সবার চোখেমুখে এক ধরণের সন্তুষ্টি ভর করলো.....

কি ভয়ঙ্কর রকমের অসুস্থ এই লোকজন! নাকি আমিই অসুস্থ! মৃত্যু এদের কাছে গুরুত্বপূর্ণ না, মৃত স্বত্বাটি ছেলে না মেয়ে-সেটা এদের কাছে গুরুত্বপূর্ণ। যেহেতু বাচ্চাটি মেয়ে কাজেই এই মৃত্যুটা তাদের কাছে অনেকটাই জাস্টিফায়েড...

হায়রে বাচ্চা! জন্মালি যখন মেয়ে হিসেবে জন্মালি কেন?

বাচ্চাটির মা'কে দেখতে পেলাম না, প্রসব পরবর্তী ধকল সে নাকি এখনও কাটিয়ে উঠতে পারে নি, তাই বাসায় রয়ে গিয়েছে। দীর্ঘ একটা সময় যে বাচ্চাটিকে তার মা তার গর্ভে পরম মমতায় লালন করেছে, সে বাচ্চাটির মৃত্যুসংবাদ সবাইকে সন্তুষ্ট করছে--এই ভয়ঙ্কর দৃশ্যটা তার আর দেখা হয়ে উঠে নাই। বাচ্চাটির মায়ের ভাগ্যকে ভালোই বলতে হবে....

চারপাশে আজ অনেক ছেলে মানুষ, মেয়ে মানুষ দেখি। আফসোস, সত্যিকারের মানুষকে কেন যেন খুব একটা দেখা হয়ে উঠে না....

_____________________________

ডা. জামান অ্যালেক্স । লোকসেবী। জীবনসেবী। সুলেখক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়