Ameen Qudir
Published:2018-04-07 17:46:40 BdST
অধ্যাপক ডা. মজিবুর রহমান ভূইয়ার মহাপ্রয়াণ দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি
ডা. সুমন হোসেন আলম
_______________
অধ্যাপক ডা. মুজিবুর রহমান ভুঁইয়া আর নেই। সিংগাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মহাপ্রয়ানে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হল।
তিনি বাংলাদেশের একজন বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের কে ৩৭ ব্যাচের সাবেক ছাত্র অধ্যাপক মুজিবুর রহমান । তিনি মেডিসিন বিষয়ে এফসিপিএস এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে এমডি ডিগ্রী অর্জন করেছিলেন।স্থানীয় ও আন্তর্জাতিক জার্নালগুলোতে অধ্যাপক ডা. মুজিবুর রহমান ভুঁইয়ারর প্রায় ৪৪ টি প্রকাশনা প্রকাশিত হয়েছে। তার মৃত্যুতে গ্যাস্ট্রোএন্টারোলজি বা পরিপাকতন্ত্র বিভাগের একজন দক্ষ চিকিৎসক ও উজ্জ্বল নক্ষত্রকে হারালো।
পেশাজীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষকতা করেন। সারাদেশের মানুষকে অক্লান্ত সেবা দেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক, বিএসএমইউএর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন।
সর্বশেষ তিনি এপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে রোগী দেখতেন।
ডাক্তার প্রতিদিন পরিবার তার মৃত্যুতে গভীর শোক জানায়।
আপনার মতামত দিন: