Ameen Qudir

Published:
2018-04-06 19:22:12 BdST

যে দেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা : সে দেশ মেধাবীদের দেশ হতে পারে না



ডা. কামরুল হাসান সোহেল
_________________________________

উদ্ভট উটের পিঠে চলছে দেশ, সরকারি চাকরি পাওয়া সবার মৌলিক অধিকার। আর সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই নিয়োগ হওয়া উচিৎ। কোটা যখন মেধা থেকে বেশি হয় তখন এই ধরণের উদ্ভট সিদ্ধান্তই আসবে। খুব সহজেই অনুমেয় কারা চালাচ্ছে মন্ত্রণালয় , ধারনা করা অন্যায় হবে কি ; যারা কোটায় সুযোগ পেয়েছেন তারাই চালাচ্ছেন এই মন্ত্রণালয়।
যেই দেশে সরকারি চাকরিতে ৫৬% কোটা বরাদ্দ সেই দেশ মেধাবীদের দেশ হতে পারেনা। মেধাবীদের এই দেশ মূল্যায়ন করতে জানেনা।তাই যেই চেয়ারে যার থাকার কথা সেই চেয়ারে সে নেই বসে আছে তার চেয়ে কম যোগ্যতার কেউ যার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে বা নারী কোটা বা জেলা কোটা বা উপজাতি কোটায় সেই চেয়ার দখল করেছে সে।
কিছুদিন আগে সিদ্ধান্ত হয়েছিল মুক্তিযোদ্ধা কোটা যদি খালি তাহলে তা মেধা কোটা থেকে পূরণ করা হবে কিন্তু এখন আবার সিদ্ধান্ত পরিবর্তন করে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা খালি থাকলে তা নারী কোটা, জেলা কোটা, উপজাতি কোটাথেকে পূর্ণ করা হবে? হতাশাজনক,খুবই হতাশাজনক।
_____________________________

ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়