Ameen Qudir

Published:
2018-04-02 16:35:55 BdST

ডাক্তার-রোগী সম্পর্ক খারাপের জন্য অন্তত: ১০ কারণ দায়ী


 

অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরেশী

ডেস্ক রিপোর্ট
________________________________
চিকিৎসক ও রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারদের সম্পর্ক খারাপ হচ্ছে কেন ! এটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন। বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরেশী এই জন্যে অন্তত: ১০টি কারণকে দায়ী বলে শনাক্ত করেছেন।
রোববার অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশের (এপিবি) র বৈজ্ঞানিক সেমিনারে অধ্যাপক নূরুল হক স্মারক বক্তৃতায় তিনি বলেন,
আর্থ-সামাজিক ও ধর্মীয় বিষয় চিকিৎসক-রোগী সম্পর্কের ওপর প্রভাব ফেলে। চিকিৎসক ও রোগীর ব্যক্তিগত বিষয়ও এই সম্পর্ক গড়ে উঠতে ভূমিকা রাখে।
অন্তত: ১০টি বিষয় এই সম্পর্ককে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সম্পর্ক উন্নয়নে রোগের চেয়ে রোগীর ব্যাপারে বেশি মনোযোগ দিতে হবে।'

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত সেমিনারে ডা. ফিরোজ আহমেদ কোরেশী   বলেন, 'চিকিৎসক-রোগী সম্পর্কের তিনটি উপাদান আছে আবেগ, সংস্কৃতি ও বিচারবুদ্ধি। ১০টি বিষয় এই সম্পর্ক নষ্ট করছে বা খারাপের দিকে নিচ্ছে। এগুলো হচ্ছে- স্বাস্থ্যসেবায় বৈষম্য, প্রযুক্তির দ্রম্নত উন্নতি, রোগীর তুলনায় চিকিৎসক-স্বল্পতা, চিকিৎসকের ওপর অতিমাত্রায় প্রত্যাশা, মধ্যবিত্ত শ্রেণির দ্রুত বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোগী ও তার আত্মীয়ের অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা, স্বাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধি, বিশ্বায়ন এবং তথ্য প্রাপ্তির সহজ সুযোগ, স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতি এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা।'
প্রতিটি বিষয় ধরে ব্যাখ্যা এবং উদাহরণও তুলে ধরেন তিনি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়