Ameen Qudir

Published:
2018-03-23 18:09:49 BdST

৫ বছরে মাত্র ১ ঘণ্টা জীবন রক্ষাকারী ইসিজির ক্লাস! এ কেমন শিক্ষাক্রম?


 


অধ্যাপক ডা. মুজিবুল হক
__________________________

আপনি ভালো ছাত্র, দিবা রাত্রি মেডিকেলের ঢাউস বই পড়ে পড়ে চরম ক্লান্ত।

আাপনি নিজেই একটা সিনারিও ভেবে দেখুন,

এত কঠিন সব এনাটমি/বায়োকেমিস্ট্রি পড়াশোনা করে আপনি পঞ্চম বর্ষের হবু ডাক্তার ।কিন্তু,গ্রামের বাড়ীতে, অতি প্রয়োজনেও নিজ মা কে আপনি একটা আইভি ইনজেকশন দিতে পারেন নি(এটা অামার বেলায়ই হয়েছে/সে মুহুর্তে মনে হয়েছে-সব ১৬ আনা মিছে) ।

অথচ তৃতীয় বর্ষের প্রকৌশল বিদ্যার ছাত্র, অনায়াসে সাভারে আমাদের এত ভালবাসা র "স্মৃতি সৌধ" তৈরী করেছে।

আশ্চর্য মেডিকেল পড়াশোনার কেরিকুলাম।

অথচ তৃতীয় বর্ষ থেকে ১,২বছর অন্তত আপনার এলোকেটেড সব রুগীকে, নিজ হাতে ইকজেকশন আইভি সহ,ড্রেসিং , এনেসথেশিস্টএ র গাইডেন্সে এ intubation,CPR ইত্যাদি সব শেখার গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকলেই এ বিষয়ে আপনার কনফিডেন্সের অভাব থাকত না।
কেনো নাই এসব ৫ বছরের শিক্ষায়; শিক্ষাপদ্ধতিতে । পশ্চিমা দেশেও
মেডিকেল পড়াশোনা এখন পুরো লাগসই। এদেশে অতিরিক্ত প্রয়োজনহীন বেসিক সাইন্স এর ভারসাম্যহীন

৫ বছরে মাত্র ১ ঘণ্টা জীবন রক্ষাকারী ইসিজির ক্লাস। এ কেমন শিক্ষাক্রম?

_________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়