Ameen Qudir
Published:2018-03-20 18:48:44 BdST
লেখক ডা. আশরাফুল ময়েজের নীরব প্রস্থান : রেখে গেলেন ১২টি অমূল্য বই
ডেস্ক রিপোর্ট
____________________
নীরবে নিভৃতে চলে গেলেন নিভৃতচারী কথাসাহিত্যিক ডা. আশরাফুল ময়েজ । জীবনে অর্থসম্পদ করতে না পারলেও মানুষের জন্য রেখে গেছেন ১২টি অমূল্য রতন। ১২ টি অতি মূল্যবান বই।
তিনি ছিলেন একান্ত সাধক। বিদ্যা সাধনা করতেন। লিখতেন নিয়মিত। লেখার সাধনায় জীবনের অন্তিমকাল পর্যন্ত নিয়োজিত রাখেন তিনি। চলমান বাংলাদেশে এ এক বিরল ঘটনা। কোন লোভ ছিল না তার। ছিল না বিত্তবাসনা ও বিত্তসাধনা। সবার জানার অন্তরালে হঠাৎ চলে গিয়ে তিনি তার নির্লোভ চরিত্রের সৌরভ রেখে গেলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পঁচিশতম ব্যাচের ছাত্র ছিলেন ডাঃ আশরাফুল ময়েজ । সোমবার ভোরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রয়াত হন। তিনি গত কয়েক বছর ধরে Adenocarcinoma of lung ( with brain metastasis ) এ ভুগছিলেন ।
লেখালেখির বাইরে পেশাগত জীবনে তিনি মেরিস্ট্রোপসে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন । একদা তিনি ছিলেন অগ্নিগর্ভ আন্দোলনের বীর সৈনিক।

চমেক ছাত্রলীগের সাবেক নেতা সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবীব জানান,
পদ লোভহীন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী ময়েজ ভাই ছিলেন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কন্ঠ , মিছিলের মূল শ্লোগানধারী ব্যক্তি ।
ময়েজের ভক্ত শুভানুধ্যায়ীরা জানান,
তার বজ্রশ্লোগান প্রকম্পিত করতো চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বর। তার শ্লোগান হটিয়ে দিয়েছে এরশাদ স্বৈরাচারকে।
লিখে গেছেন বারটি পাঠক প্রিয় বই।
আপনার মতামত দিন: