Ameen Qudir
Published:2018-03-13 19:46:07 BdST
জীবন দিয়ে যাত্রীদের জীবনরক্ষাকারী পাইলট পৃথুলাকে বীরের সম্মান দেওয়ার দাবি
ডা.ইউনুস আলম সবুজ
___________________________
নিজের জীবন উৎসর্গ করে ইউএস বাংলার অন্তত ১০ যাত্রীর জীবনরক্ষাকারী কো পাইলট পৃথুলা রশীদকে বীরের মর্যা দানের দাবি এখন সচেতন লাখো ইনটারনেট একটিভিস্টদের মাঝে।
নেপালী সিকিমিজ মর্যাদাপূর্ণ মিডিয়া সিকিম ম্যাসেঞ্জারের কৃতজ্ঞতা স্বীকারের পর এখন সবার মাঝে এই বীর পাইলটের জীবনরক্ষা কীর্তি ছড়িয়ে পড়েছে।
সিকিম ম্যাসেঞ্জার নিরপেক্ষভাবে স্বীকার করেছে, পৃথুলার জীবনদায়ী প্রচেষ্টায় ১০ জন যাত্রীর জীবন রক্ষা হয়েছে।
এই খবর অনলাইন মিডিয়ামে ছড়িয়ে পড়ার পর পৃথুলার নাম সবার মুখে। যেসব প্রতিক্রিয়াশীল পাঠক ফেসবুকে তুবড়ি ছোটাচ্ছিলেন , নারী পাইলটের জন্য এই দুর্ঘটনা ; তারাও বাস্তবের আয়নায় নিজের চেহারা দেখছেন।
এক লেখায় ক্যামেলিয়া জানান, প্রিথুলা রশিদ বাঁচিয়ে গেছেন ১০ নেপালি যাত্রীর প্রাণ। প্রিথুলা ছিলেন সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজের সহকারি পাইলট। শুধু তাই নয়, ইউএস বাংলার প্রথম নারী পাইলট ছিলেন তিনি।
খবরটা পড়ছিলাম আর মেয়েটার মুখটা দেখছিলাম । সরল চোখা একটা বাঙালী মেয়ের মুখ, নাকটা আমার মত বোঁচা । আজীবন নিশ্চই এই মেয়েটা ওর বোঁচা নাক নিয়ে অনেক ঠাট্টা শুনেছে।
এই সাদামাটা উচ্ছল মেয়েটি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের দায়িত্ব ভুলে যায়নি । সম্মান , ভালবাসা আর শ্রদ্ধায় সিক্ত হোক এই একটি নাম, প্রিথুলা রশিদ । আর যারা নারী পাইলোটের দোষ দিচ্ছিল ওদের বোধ উদয় হোক । বীর কে বীর বলতে শিখুন , বীরের নারী পুরুষ হয়না , ইতিহাস তাই সাক্ষ্য দেয় ।
বৃটেন প্রবাসী আইন জীবি ও সাবেক সাংবাদিক সাকুর হোসেন জানান, এখানে একটা বিষয় পরিস্কার, সিকিম ম্যাসেঞ্জার শুধু অথরাইজড ভেরিফাইড পেজই নয় , এটা সিকিমিজ ও নেপালীদের মর্যাদাপূর্ণ মিডিয়া। আমি তাদের সম্পর্কে জানি।
সেখানে বাঙালি পাইলটের প্রশংসা খুবই গুরুত্বপূর্ণ। ঘটনা সত্য বলেই তারা স্বীকার করেছে। নইলে এতক্ষণে আবেগের বশে বাঙালি দের বিরুদ্ধে বাঙালি পাইলটের ১৪ পুরুষ উদ্ধার করে গাল দেয়ার কথা ছিল।
বাংলাদেশে এর মধ্যেই পুরা ঘটনার দায় মেয়ে পাইলটের ওপর চাপিয়ে গালিগালাজের তুবড়ি ছোটাচ্ছে দেশের তওহিদী জনতা। এই ইসলামী জনতা খালি নারীদের সেক্স করার মাল ভাবে। আরবরা পর্যন্ত নিজেদের পাল্টাচ্ছে , এরা আছে কদর্য গাল নিয়ে। যে কাজ সিকিম ম্যাসেঞ্জারের করার কথা ; কারণ তাদের মঙ্গোলয়েড ডাক্তাররা মারা গেছে। সেই সিকিম নেপালীরা প্রশংসা করছে , আর অামাদের লোকজনখালি গাল পাড়ছে।
আপনার মতামত দিন: