Ameen Qudir

Published:
2018-03-07 15:31:19 BdST

শোকশ্রদ্ধার্ঘ্যসর্বাঙ্গীন অর্থে, সর্বাত্মক ভাবে, স্বয়ংসম্পূর্ণ মুক্তিযোদ্ধা



ডা. অরুন্ধতী মজুমদার
________________________________

তাঁর জন্য লিখেছিলাম একদিন।

আজকে আর লেখা গেল না।

'মুক্তিযোদ্ধা' হওয়া হলো না, " বীরাঙ্গনা" হয়েই বিদায় নিলেন!

...ওপারে শান্তিতে ঘুমান প্রিয় ফেরদৌসী প্রিয়ভাষিণী...


"There is no appropriate word to lay a tribute to Her !

এই ভাষাটা এবার অন্যভাবে ব্যবহৃত হওয়া শুরু হওয়া উচিত। তাঁরা, যারা একাত্তরের নির্যাতিত, জীবিত অথবা মৃত, তাঁরা সকলে মুক্তিযোদ্ধা।

কোনো "কিন্তু" যোগ করে নয়, সর্বাঙ্গীন অর্থে, সর্বাত্মক ভাবে, স্বয়ংসম্পূর্ণ মুক্তিযোদ্ধা।

"বীরাঙ্গনা" হোক তাঁদের "বীরশ্রেষ্ঠ", "বীর বিক্রম", " বীর প্রতীক" -এর মতো সম্মানসূচক উপাধি।

অসম্মানের কলঙ্কতিলক নয় ।।"
____________________________

ডা. অরুন্ধতী মজুমদার।
প্রভাষক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ, কিশোরগঞ্জ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়