Ameen Qudir

Published:
2018-03-06 20:10:31 BdST

মুক্তিযুদ্ধজননী প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই


ডা. খায়রুল নবীন , ধানমন্ডি
____________________

মুক্তিযুদ্ধজননী প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

৬ মার্চ বেলা পৌনে একটায় তিনি মারা যান।

কার্ডিয়াক অ্যাটাকে তিনি মারা যান। গত ২৩ ফেব্রুয়ারি কিডনি জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই মুক্তিযোদ্ধা। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হৃদরোগসহ বেশ কয়েকটি অসুখে নানা জটিলতায় ভুগছিলেন ৭০ বছর বয়সী এই ভাস্কর।

২৩ ফেব্রুয়ারি তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ দুপুর একটার কিছু আগে তিনি মারা যান।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়