Ameen Qudir

Published:
2018-03-03 16:54:23 BdST

সিরিয়ার গনহত্যার প্রতিবাদে ডাক্তারদের অন্তরের কান্না


 (এই কবিতাটি কাইফি আজমী লিখেছিলেন ১৯৭১ এ,বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের সময়,বর্বর পাকিস্তানিদের পূর্ব পাকিস্তানের মানুষের ওপর অমানুষিক অত্যাচারের প্রেক্ষিতে। অনুবাদ করেছেন গৌরী আইয়ুব।
আমি সিরিয়ায় বর্তমানে মানবতার এই হত্যা,এত শিশুহত্যা..এইসবের প্রেক্ষিতে কবিতাটি সমান প্রাসঙ্গিক মনে করি। আমি অল্প কিছু জায়গায় এডিট করেছি: ডা. অধ্যাপক অনির্বাণ বিশ্বাস )
.......................................................................................................

আমরা তো একটা দেশ নই যে গুঁড়িয়ে শেষ করবে
কোনও প্রাচীরও নই যে ভূমিসাৎ করবে আমাদের
আমরা কোনও সীমানা নই যে মুছে ফেলবে..

এই যে পৃথিবীর মানচিত্র
মেলে রেখেছ তোমার টেবিলে
এ শুধু আঁকা বাঁকা রেখা ছাড়া আর কিছু নয়
এর মাঝে কোথায় খুঁজছ তুমি আমাদের?
আমরা এই সৃষ্টির বাসনা
দলিত মানুষের কঠিন প্রান
মানুষ যখন মানুষের রক্ত পান করে
লুন্ঠন যায় সীমা ছাড়িয়ে
জুলুম যখন হয় নিঃসীম
তখন আমরা দেখা দেই কোনও এক কোণে
কোনও এক বুক থেকে উথলে এসে পড়ি।

এর আগেও আমাদের হয়ত তুমি দেখেছ
কখনও পূর্বে,কখনও পশ্চিমে
কখনও নগরে,কখনও বা গ্রামে
কখনও জনপদে কখনও অরণ্যে....

আমাদের আছে শুধু ইতিহাস,ভূগোল কিছু নেই
আর এমনই সেই ইতিহাস
যা পড়ানোও যায় না।
তবু লোকে চুপি চুপি পড়ে
কখনও হয়েছি বিজয়ী,কখনও পরাজিত
কখনও অত্যাচারীকে চড়িয়েছি শূলে
আবার কখনও নিজেই শূলে চড়েছি।
তফাৎ শুধু একটাই :আমাদের অত্যাচারীরা মরে যায়
কিন্তু আমরা মরি না

কি নির্বোধ তোমরা !
তোমরা যুদ্ধবিমান নিয়ে চড়াও হও আমাদের বুকে
রাতদিন করছ বোমার বর্ষন
দেখো, ক্লান্ত হয়ে পড়বে।
বলো,আমাদের কোন হাত ওড়াবে ?
আমাদের যে পাঁচশ কোটি হাত
কোন মাথা দেহ থেকে করবে বিচ্যুত ?
আমাদের কাঁধের ওপর পাঁচশ কোটি মাথা।

ডা. অধ্যাপক অনির্বাণ বিশ্বাস

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়