Ameen Qudir

Published:
2018-03-01 16:18:03 BdST

আপনারাও যারা জনগণের টাকায় পড়েছেন তারা ঠিকমতো জনগণকে সেবা দিচ্ছেন তো?


 

 




ডা. কামরুল হাসান সোহেল

____________________________-

জনগণের টাকায় পড়েন কম বেশি সবাই কিন্তু বলার সময় সবাই শুধু বলে জনগণের টাকায় ডাক্তার হয়ে ছে ন; এখন জনগণকে সেবা দেয়ার জন্য গাও-গেরামে যাবেন না কেন? জনগণের টাকায় একমাত্র ডাক্তাররাই পড়াশুনা করেনা তবে বিনিময়ে ডাক্তাররা যে পরিমাণ সেবা দেয় তার সমান বা ধারে কাছেও অন্য কোন পেশার লোকজন দেয় কি? একমাত্র ডাক্তাররাই বিসিএস করে ইউনিয়ন লেভেলে পোস্টিং পায়, সেইখানে প্রত্যন্ত এলাকায় গিয়ে জনগণকে স্বাস্থ্য সেবা দেয়। তাছাড়া কম বেশি প্রতিটি ডাক্তারই বেসরকারি পর্যায়ে তার ব্যক্তিগত চেম্বারে, ক্লিনিক বা হসপিটালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়,সপ্তাহে,সপ্তাহে বা মাসে, মাসে বা বছরে এইরকম বিনামূল্যে চিকিৎসা সেবা কম বেশি সব ডাক্তারই দিয়ে থাকেন। তবু যে কেউ সুযোগ পেলেই শুনিয়ে দেয় জনগণের টাকায় পড়ে ডাক্তাররা জনগণকে সেবা দিতে চায় না!!!

ডাক্তাররা জনগণের টাকায় পড়ে, জনগণের সেবা দিয়ে যাচ্ছেন,আরো দিবেন। কিন্তু আপনারা যারা জনগণের টাকায় পড়েছেন তারা ঠিকমতো জনগণকে সেবা দিচ্ছেন তো?


_______________________________________

 

Image may contain: 1 person, closeup


আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়