Ameen Qudir

Published:
2018-02-24 16:39:50 BdST

১৩৪ কোটির ভারতে বেসরকারি মেডিক্যাল কলেজ ১৮৪টি :১৭ কোটির বাংলাদেশে ৭৫


 

 

ডা. কামরুল হাসান সোহেল
______________________________

১৩৪ কোটি জনসংখ্যা অধ্যুষিত ভারতে বেসরকারি মেডিক্যাল কলেজ ১৮৪ টি।

ভারতে রেজিস্টার্ড চিকিৎসক প্রায় ১০ লাখ।

২০ কোটি জনসংখ্যা অধ্যুষিত পাকিস্তানে সরকারি ৪৪টি, বেসরকারি ৬১ টি মেডিক্যাল কলেজ।

পাকিস্তানে রেজিস্টার্ড চিকিৎসক ১,৭৫, ০০০ জন।

১৭ কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে বেসরকারি মেডিক্যাল কলেজ ৭৫ টি, সরকারি ৩০ টি।

বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসক ৮৫,০০০ জন।

বাংলাদেশ বেসরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য এক উর্বর ভূমি!!
বিস্তারিত জানতে নিচের ঠিকানায় খোঁজ নিতে পারেন।

https://en.m.wikipedia.org/…/List_of_medical_colleges_in_Ba…

https://www.pfmsg.com/registered-doctors-statistics-in-paki…/
https://en.m.wikipedia.org/…/List_of_medical_schools_in_Pak…

https://wap.business-standard.com/…/in-india-1-doctor-serves…

https://www.aakash.ac.in/list-of-private-medical-colleges

_____________________________

Image may contain: 1 person, closeup

ডা. কামরুল হাসান সোহেল

 

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়